বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী মাহিমা চৌধুরী। মনে রাখার মতো অনেক সিনেমা উপহার দিয়ে এখনো দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন এই নায়িকা। কিন্তু ‘পারদেশ’ সিনেমা খ্যাত এই অভিনেত্রী ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন সেই ২০২২ সাল থেকে।
শারীরিক যে কোনো বিষয় নিয়ে বেশ সচেতন ছিলেন অভিনেত্রী। তিনি প্রতিবছরই শারীরিক চেকআপ করতেন। অভিনেত্রী বুঝতেই পারেননি তার শরীরে এতো বড় রোগ বাসা বেঁধেছে। কোনো লক্ষণ ছিল না শরীরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিমা বলেন, ‘কোনো লক্ষণ ছিল না শরীরে। আমি যে স্তন ক্যানসারে আক্রান্ত সে কথা ভাবতেও পারিনি। চেকআপও করিনি কখনও। শুধুই বার্ষিক চেকআপের জন্য যেতাম। কোনো ধারণাই ছিল না যে আমার স্তন ক্যানসার হতে পারে। ক্যানসার এমন একটি রোগ, যা কেউ ধরতেই পারবে না। এটা শুধু স্ক্রিনিংয়ের মাধ্যমেই ধরা পড়তে পারে। তাই আপনি যদি প্রতি বছরই চেকআপ করাতে থাকেন, তা হলে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব।’
মাহিমা চৌধুরী জানান, ২০২২ সাল থেকেই তিনি তার ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। প্রতি বছরই তিনি নিয়মিত চেকআপের জন্য মুম্বাই যান। তিনি বলেন, ‘শরীরে কোনো লক্ষণ ছিল না। আমি যে স্তন ক্যানসারে আক্রান্ত, তা ভাবতেও পারিনি। ক্যানসার এমন একটি রোগ, যা শুধু স্ক্রিনিংয়ের মাধ্যমেই ধরা পড়তে পারে। তাই আপনি যদি প্রতি বছরই চেকআপ করান, তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা সম্ভব।’
ক্যানসার ধরা পড়ার পর থেকেই ভারতে চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন মাহিমা। তিনি বলেন, ‘তিন-চার বছর আগে রোগ নির্ণয়ের পর থেকেই আমি ভারতে ক্যানসার চিকিৎসায় বিরাট পরিবর্তন দেখেছি। অনেক জেনেরিক ওষুধ এখন বেশ সস্তা। ওষুধ কোম্পানিগুলো থেকেও ভালো সাহায্য পাওয়া যাচ্ছে। ক্যানসার সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।’
মাহিমা চৌধুরী তার চলচ্চিত্র জীবন শুরু করেন শাহরুখ খানের বিপরীতে ‘পারদেশ’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘দাগ : দ্য ফায়ার’, ‘ধাড়কান’ এবং ‘লজ্জা’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন
ওআ/আপ্র/১৭/১১/২০২৫

























