ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

শফিউল নিখোঁজ, গ্রামের বাড়িতে আহাজারি

  • আপডেট সময় : ১২:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় নিখোঁজ রয়েছেন ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম (২২)। এ ঘটনায় সিরাজগঞ্জ উল্লাপাড়ার নাগরৌহা গ্রামে শফিউলের বাড়িতে চলছে শোকের মাতম। নিখোঁজ শফিউল ইসলাম উল্লাপাড়ার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের আব্দুল মান্নান হোসেনের ছেলে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে অবস্থা আরও বেগতিক হলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক দগ্ধ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সীতাকু-ে শফিউলের খোঁজ জানতে ছোটাছুটি করছেন তার পরিবারের লোকজন। গতকাল সোমবার সকালে শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নানের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছেন। পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় ছিলো। তিনিই একমাত্র উপার্জনের উৎস। গত বছর শফিউল ইসলাম বিয়ে করেন। বর্তমানে তাঁর স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বাবা আব্দুল মান্নান আরও বলেন, এই সময় যদি শফিউলের কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। আমি একজন তাঁত শ্রমিক। বর্তমানে অসুস্থতায় ভুগছি। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে শফিউলের বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তার পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউলের খোঁজ না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শফিউল নিখোঁজ, গ্রামের বাড়িতে আহাজারি

আপডেট সময় : ১২:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

সিরাজগঞ্জ সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় নিখোঁজ রয়েছেন ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম (২২)। এ ঘটনায় সিরাজগঞ্জ উল্লাপাড়ার নাগরৌহা গ্রামে শফিউলের বাড়িতে চলছে শোকের মাতম। নিখোঁজ শফিউল ইসলাম উল্লাপাড়ার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের আব্দুল মান্নান হোসেনের ছেলে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে অবস্থা আরও বেগতিক হলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক দগ্ধ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সীতাকু-ে শফিউলের খোঁজ জানতে ছোটাছুটি করছেন তার পরিবারের লোকজন। গতকাল সোমবার সকালে শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নানের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছেন। পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় ছিলো। তিনিই একমাত্র উপার্জনের উৎস। গত বছর শফিউল ইসলাম বিয়ে করেন। বর্তমানে তাঁর স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বাবা আব্দুল মান্নান আরও বলেন, এই সময় যদি শফিউলের কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। আমি একজন তাঁত শ্রমিক। বর্তমানে অসুস্থতায় ভুগছি। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে শফিউলের বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তার পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউলের খোঁজ না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।