প্রত্যাশা ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। দেশটির নবম প্রধানমন্ত্রীকে গতকাল শনিবার দুপুরে মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ নিজ প্রাসাদে শপথ বাক্য পাঠ করান। মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর নানা নাটকীয়তা শেষে শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে চূড়ান্ত অনুমোদন দেন রাজা সুলতান আবদুল্লাহ। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুহিউদ্দিন ইয়াসিন। তিনি ১৭ মাস ক্ষমতায় ছিলেন। ক্ষমতাসীন রাজনৈতিক জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে সংসদে সমর্থন হারান মুহিউদ্দিন ইয়াসিন। নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি মুহিউদ্দিনের অধীনে উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ইসমাইল সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার মাধ্যমে দেশটিতে দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) থেকে আবার কেউ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন। ২০১৮ সালের নির্বাচনে তারা হেরেছিল। ইউএমএনও একটি রাজনৈতিক জোটের উল্লেখযোগ্য দল ছিল যারা ৬০ বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করেছে। ২০২০ সালে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগ করলে দলটি ক্ষমতায় আসে।
শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ