নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন শপথ নিয়েছেন।
গতকাল সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবকে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন
জনপ্রিয় সংবাদ