ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

শত শত রোহিঙ্গাকে এনআইডি দিয়েছেন জয়নাল

  • আপডেট সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে আসা শত শত রোহিঙ্গা নাগরিককে জাল জালিয়াতি করে অর্থের বিনিময়ে এনআইডি কার্ড দেওয়ার অভিযোগ রয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। অভিযুক্ত জয়নাল আবেদীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি রোহিঙ্গাদের অর্থের বিনিময়ে এনআইডি কার্ড দিতেন। পরস্পর যোগসাজশে প্রতারণা করে নির্বাচন কমিশনের (ইসি) ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে এনআইডি প্রদান ও মানুষের টাকা নেওয়ার প্রাথমিক প্রমাণও পেয়েছে সংস্থাটি।
দুদক সূত্রে জানা যায়, মামলার একজন কর্মকর্তা নিয়োগের পর অভিযোগের তদন্ত শুরু করবে কমিশন। এর আগে কক্সবাজারেরর বিভিন্ন উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় রোহিঙ্গাদের জাতীয় পরিচপত্র দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা করে দুদক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শত শত রোহিঙ্গাকে এনআইডি দিয়েছেন জয়নাল

আপডেট সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে আসা শত শত রোহিঙ্গা নাগরিককে জাল জালিয়াতি করে অর্থের বিনিময়ে এনআইডি কার্ড দেওয়ার অভিযোগ রয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। অভিযুক্ত জয়নাল আবেদীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি রোহিঙ্গাদের অর্থের বিনিময়ে এনআইডি কার্ড দিতেন। পরস্পর যোগসাজশে প্রতারণা করে নির্বাচন কমিশনের (ইসি) ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে এনআইডি প্রদান ও মানুষের টাকা নেওয়ার প্রাথমিক প্রমাণও পেয়েছে সংস্থাটি।
দুদক সূত্রে জানা যায়, মামলার একজন কর্মকর্তা নিয়োগের পর অভিযোগের তদন্ত শুরু করবে কমিশন। এর আগে কক্সবাজারেরর বিভিন্ন উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় রোহিঙ্গাদের জাতীয় পরিচপত্র দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা করে দুদক।