ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শত শত বাড়িঘর পুড়িয়ে দিলো মিয়ানমারের জান্তা বাহিনী

  • আপডেট সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে তিন দিনের অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় সেখানের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা। দেশটিতে জান্তা বিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। খবর এনডিটিভির। জানা গেছে, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সাগাইং অঞ্চলে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে প্রায় সংঘাতে জড়াচ্ছে জান্তা বাহিনীর সদস্যরা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেনা সদস্যরা গত সপ্তাহে কিন, আপার কিন ও কে তাউং গ্রামে শত শত বাড়িঘরে আগুন দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কিনের এক বাসিন্দা জানান, জান্তা বাহিনীর তা-বে কিন গ্রামের মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ সেনারা গুলি করে অগ্রসর হচ্ছিল। তিনি বলেন, আমার বাড়িসহ প্রায় দুইশ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এএফপির প্রকাশিত ভিডিওতে ওই গ্রাম থেকে আকাশের দিকে ধোঁয়ার কু-লি উঠতে দেখা গেছে। কে তাউং গ্রামের এক বাসিন্দা বলেন, সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি অভিযানের পাশাপাশি আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট চিত্রেও ওই সব গ্রামে আগুন দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শত শত বাড়িঘর পুড়িয়ে দিলো মিয়ানমারের জান্তা বাহিনী

আপডেট সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে তিন দিনের অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় সেখানের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা। দেশটিতে জান্তা বিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। খবর এনডিটিভির। জানা গেছে, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সাগাইং অঞ্চলে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে প্রায় সংঘাতে জড়াচ্ছে জান্তা বাহিনীর সদস্যরা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেনা সদস্যরা গত সপ্তাহে কিন, আপার কিন ও কে তাউং গ্রামে শত শত বাড়িঘরে আগুন দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কিনের এক বাসিন্দা জানান, জান্তা বাহিনীর তা-বে কিন গ্রামের মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ সেনারা গুলি করে অগ্রসর হচ্ছিল। তিনি বলেন, আমার বাড়িসহ প্রায় দুইশ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এএফপির প্রকাশিত ভিডিওতে ওই গ্রাম থেকে আকাশের দিকে ধোঁয়ার কু-লি উঠতে দেখা গেছে। কে তাউং গ্রামের এক বাসিন্দা বলেন, সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি অভিযানের পাশাপাশি আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট চিত্রেও ওই সব গ্রামে আগুন দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে।