ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

শত টাকা রিচার্জেই লাখ টাকার জীবন বিমা

  • আপডেট সময় : ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : করোনাকালে তৈরি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে জীবন বিমা সুবিধা এনেছে রবি। দু’টি নির্দিষ্ট বান্ডেল প্যাক কেনার ক্ষেত্রে গ্রাহকরা এক লাখ টাকার জীবন বিমা সুবিধা উপভোগ করতে পারবেন।
গত রোববার (১ আগস্ট) রবি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৩২৪ বা ১০৪ টাকা রিচার্জ করে গ্রাহকরা (টকটাইম, ইন্টারনেট প্যাকসহ) স্বয়ংক্রিয়ভাবে জীবন বিমা কভারেজের পাশাপাশি রবি’র ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম, হেলথ প্লাসের বিভিন্ন সুবিধাও পাবেন। উভয় প্যাকের জন্য জীবন বিমার পরিমাণ এক লাখ টাকা। ৩২৪ এবং ১০৪ টাকার প্যাকের জন্য বিমার মেয়াদ যথাক্রমে ৬ এবং ১ মাস। বিমা কভারেজের জন্য গ্রাহকের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর। নিবন্ধিত গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে, একজন মনোনীত ব্যক্তি মৃত গ্রাহকের পক্ষে বিমা দাবি করতে পারবেন। মনোনীত ব্যক্তি ২৮৪৭৭ নম্বরে কল করে বিমা দাবি নিষ্পত্তি করতে পারবেন। এই উদ্যোগের বিষয়ে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে আমাদের গ্রাহকদের জন্য জীবন বিমা বান্ডেল সুবিধা নিয়ে আসতে পারায় আমরা খুবই আনন্দিত। মহামারির কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে, এই অবস্থায় আমরা বিশ্বাস করি এই অনন্য অফারটি আমাদের গ্রাহকদের কিছুটা স্বস্তি দেবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শত টাকা রিচার্জেই লাখ টাকার জীবন বিমা

আপডেট সময় : ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

প্রযুক্তি ডেস্ক : করোনাকালে তৈরি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে জীবন বিমা সুবিধা এনেছে রবি। দু’টি নির্দিষ্ট বান্ডেল প্যাক কেনার ক্ষেত্রে গ্রাহকরা এক লাখ টাকার জীবন বিমা সুবিধা উপভোগ করতে পারবেন।
গত রোববার (১ আগস্ট) রবি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৩২৪ বা ১০৪ টাকা রিচার্জ করে গ্রাহকরা (টকটাইম, ইন্টারনেট প্যাকসহ) স্বয়ংক্রিয়ভাবে জীবন বিমা কভারেজের পাশাপাশি রবি’র ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম, হেলথ প্লাসের বিভিন্ন সুবিধাও পাবেন। উভয় প্যাকের জন্য জীবন বিমার পরিমাণ এক লাখ টাকা। ৩২৪ এবং ১০৪ টাকার প্যাকের জন্য বিমার মেয়াদ যথাক্রমে ৬ এবং ১ মাস। বিমা কভারেজের জন্য গ্রাহকের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর। নিবন্ধিত গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে, একজন মনোনীত ব্যক্তি মৃত গ্রাহকের পক্ষে বিমা দাবি করতে পারবেন। মনোনীত ব্যক্তি ২৮৪৭৭ নম্বরে কল করে বিমা দাবি নিষ্পত্তি করতে পারবেন। এই উদ্যোগের বিষয়ে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে আমাদের গ্রাহকদের জন্য জীবন বিমা বান্ডেল সুবিধা নিয়ে আসতে পারায় আমরা খুবই আনন্দিত। মহামারির কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে, এই অবস্থায় আমরা বিশ্বাস করি এই অনন্য অফারটি আমাদের গ্রাহকদের কিছুটা স্বস্তি দেবে।