বিনোদন ডেস্ক: গত কয়েক বছর ধরে বক্স অফিসে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার অভিনীত ‘স্কাই ফোর্স’ সিনেমা গত ২৪ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সন্দীপ কেলওয়ানি নির্মিত সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। দীর্ঘ ছয় বছর পর সেঞ্চুরি করেছে অক্ষয়ের কোনো সিনেমা। শনিবার (১ ফেব্রুয়ারি) ‘স্কাই ফোর্স’ টিম একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছে, সিনেমাটি মুক্তির দ্বিতীয় শুক্রবার পর্যন্ত শুধু ভারতে টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ১০৪.৩ কোটি রুপি।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ বছর পর অক্ষয়ের কোনো সিনেমা শতকোটি রুপি আয় করেছে। তার অভিনীত ‘গুড নিউজ’ সিনেমা ২০১৯ সালের ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটির আয় শতকোটির ক্লাব পেরিয়ে যায়। এরপর আর কোনো সিনেমা শতকোটি রুপি আয় করতে পারেনি। যে কটি সিনেমা শতকোটির বেশি আয় করেছে, সেসব সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।
এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন বীর পাহাড়িয়া। বলিউড অভিনেত্রী জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই তিনি, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। পাশাপাশি সারা আলি খানের সঙ্গে বর্তমানে তাঁর প্রেমচর্চা শোনা যাচ্ছে। ‘স্কাই ফোর্স’-এ ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। বীর এবং অক্ষয় তখন দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যান, সেই সময় নিখোঁজ হয়ে যান বীর।
সিনেমাটিতে বীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান, যিনি সন্তান কোলে স্বামীর জন্য অপেক্ষা করছেন। অক্ষয়ের বিশ্বাস বেঁচে আছেন বীর এবং তাকে ফেরানোর মিশনে নামতে দেখা যায় অক্ষয়কে। ‘স্কাই ফোর্স’ ভারতীয় সেনার সাহসিকতা, আবেগ এবং দেশপ্রেমের উদযাপন নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা যা প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং অমর কৌশিক।