ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা

  • আপডেট সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

মোঃ নুর জামাল হক, রংপুর: রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়ন পরিষদের উত্তর খলেয়া (সরদারপাড়া) ৫ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মজিবর গং। এ বিষয়ে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে ১। মোঃ মাজিবর রহমান (৫৫), পিতা- মৃত তমিজ উদ্দিন,২। মোঃ আব্দুর রহিম (২৫), পিতা- মোঃ মজিবর রহমান, ৩। মোছাঃ ফেন্সি বেগম (৫০) স্বামী মোঃ মজিবর রহমান ৪। মোছাঃ রশিদা বেগম (১৮), পিতা- মোঃ মজিবর রহমান, সকলের গ্রামঃ-উত্তর খলেয়া, সরদারপাড়া থানাঃ গংগাচড়া জেলাঃ রংপুরকে আসামি করে গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ২৯। গত (১৪-১০-২৫) দুপুর দুইটার দিকে উত্তরখলেয়া সরদার পাড়ায় রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মজিবর গং সামান্য বিষয়ে ঝগড়া বিবাদ লাগতো। বাদী হাসিনার অভিযোগ, আমাদের বড় ধরনের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতেছিল। এ ধারাবাহিকতায় গত ১৪-১০-২০২৫ ইং তারিখে সামান্য কথা-কাটাকাটির জের ধরে মজিবর গং লাঠি, রড, হাঁসুয়া, কুড়াল, ছোরা ও বঁটি নিয়ে বাড়িতে এসে গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে, ফেন্সি বেগমের হুকুমে আসামিগং আমার দুই হাতে কোপ মারে। এতে একটা হাত পড়ে যায় আরেকটা ঝুলে থাকে।

অপরদিকে আমার স্বামীকে এলোপাতাড়ি মারতে থাকলে ছেলে হাসান এগিয়ে গেলে মজিবরের লোকজন তাকেও আঘাত করে। এ সময় রশিদা বেগম হাসান মিয়াকে হত্যার উদ্দেশ্যে তার বুকের উপর বসে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। তখন চিৎকার শুনে আশপাশের কয়েকজন প্রতিবেশী এগিয়ে আসে। পরে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে পাঠিয়ে দেয়।

চিকিৎসাধীন থাকায় আমার স্বাক্ষরিত এজাহারখানা আমার ছেলে হাসান এর মাধ্যমে থানায় পাঠিয়ে মামলা দায়ের করি। প্রতিবেশী প্রত্যক্ষদর্শী সমছুল বলেন, আমি চিৎকার শুনে এসে দেখি মজিবর, ফেন্সি ও তার ছেলে আব্দুর রহিম, মেয়ে রশিদা হাতে কুড়াল, বটি ও ছোরা নিয়ে রফিকুল, হাছিনা আর হাসানের উপর হামলা চালাচ্ছিলো। কিন্তুু তাদের কাছে অস্ত্রগুলো থাকার কারণে আমি সহজে আগাইতে পারি নাই। আমি সহ কয়েকজন চিৎকার করলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ৫ নং খলেয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক ব্যাপার। এ ধরনের ঘটনা যেই ঘটাক তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল ইমরান জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য তৎপরতা চালাচ্ছি।

রিয়াজ/সানা/আপ্র/২৮/১০/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা

আপডেট সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

মোঃ নুর জামাল হক, রংপুর: রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়ন পরিষদের উত্তর খলেয়া (সরদারপাড়া) ৫ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মজিবর গং। এ বিষয়ে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে ১। মোঃ মাজিবর রহমান (৫৫), পিতা- মৃত তমিজ উদ্দিন,২। মোঃ আব্দুর রহিম (২৫), পিতা- মোঃ মজিবর রহমান, ৩। মোছাঃ ফেন্সি বেগম (৫০) স্বামী মোঃ মজিবর রহমান ৪। মোছাঃ রশিদা বেগম (১৮), পিতা- মোঃ মজিবর রহমান, সকলের গ্রামঃ-উত্তর খলেয়া, সরদারপাড়া থানাঃ গংগাচড়া জেলাঃ রংপুরকে আসামি করে গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ২৯। গত (১৪-১০-২৫) দুপুর দুইটার দিকে উত্তরখলেয়া সরদার পাড়ায় রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মজিবর গং সামান্য বিষয়ে ঝগড়া বিবাদ লাগতো। বাদী হাসিনার অভিযোগ, আমাদের বড় ধরনের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতেছিল। এ ধারাবাহিকতায় গত ১৪-১০-২০২৫ ইং তারিখে সামান্য কথা-কাটাকাটির জের ধরে মজিবর গং লাঠি, রড, হাঁসুয়া, কুড়াল, ছোরা ও বঁটি নিয়ে বাড়িতে এসে গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে, ফেন্সি বেগমের হুকুমে আসামিগং আমার দুই হাতে কোপ মারে। এতে একটা হাত পড়ে যায় আরেকটা ঝুলে থাকে।

অপরদিকে আমার স্বামীকে এলোপাতাড়ি মারতে থাকলে ছেলে হাসান এগিয়ে গেলে মজিবরের লোকজন তাকেও আঘাত করে। এ সময় রশিদা বেগম হাসান মিয়াকে হত্যার উদ্দেশ্যে তার বুকের উপর বসে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। তখন চিৎকার শুনে আশপাশের কয়েকজন প্রতিবেশী এগিয়ে আসে। পরে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে পাঠিয়ে দেয়।

চিকিৎসাধীন থাকায় আমার স্বাক্ষরিত এজাহারখানা আমার ছেলে হাসান এর মাধ্যমে থানায় পাঠিয়ে মামলা দায়ের করি। প্রতিবেশী প্রত্যক্ষদর্শী সমছুল বলেন, আমি চিৎকার শুনে এসে দেখি মজিবর, ফেন্সি ও তার ছেলে আব্দুর রহিম, মেয়ে রশিদা হাতে কুড়াল, বটি ও ছোরা নিয়ে রফিকুল, হাছিনা আর হাসানের উপর হামলা চালাচ্ছিলো। কিন্তুু তাদের কাছে অস্ত্রগুলো থাকার কারণে আমি সহজে আগাইতে পারি নাই। আমি সহ কয়েকজন চিৎকার করলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ৫ নং খলেয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক ব্যাপার। এ ধরনের ঘটনা যেই ঘটাক তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল ইমরান জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য তৎপরতা চালাচ্ছি।

রিয়াজ/সানা/আপ্র/২৮/১০/২০২৫