কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর আগুন দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল রোববার ভোরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে নুর বকস নামের এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। এতে বাড়িটির একটি ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এসময় পাশের ঘরেরও অর্ধেক অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। নুর বকস বলেন, ‘পারিবারিক দ্বন্দের জেরে ভোরের দিকে প্রতিপক্ষের লোকজন আমার বাড়িতে আগুন দেয়।’ এদিকে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু।