ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শতাব্দী পরে গলফে যুক্তরাষ্ট্রের সোনা

  • আপডেট সময় : ০১:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আগে কোনো মেজর ট্রফি জয়ের অভিজ্ঞতাই যার ছিল না, সেই জ্যান্ডার শাফোলে গড়লেন ইতিহাস। ১০০ বছরেরও বেশি সময় পর অলিম্পিকের গলফ প্রতিযোগিতা থেকে যুক্তরাষ্ট্রকে এনে দিলেন সোনার পদক। টোকিও অলিম্পিকসে রোববার ররি সাবাতিনিকে হারিয়ে এই কীর্তি গড়েন শাফোলে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া সাবাতিনি ২০১৮ সালে তার স্ত্রী মার্তিনার দেশ স্লোভাকিয়ার নাগরিকত্ব নেন। স্লোভাকিয়ার হয়েই জিতলেন রুপা। এর আগে গলফ থেকে যুক্তরাষ্ট্র সবশেষে সোনা জিতেছিল ১৯০৪ সালে। অবশ্য ওই আসরের পর ১০০ বছরের বেশি সময়ের বিরতি দিয়ে ২০১৬ সালে রিও দি জেনেইরো অলিম্পিকে ফিরেছিল গলফ। গত আসরে এ ইভেন্টে সেরা হয়েছিলেন গ্রেট ব্রিটেনের জাস্টিন রোজ। অসামান্য কীর্তি গড়ার পর শ্যাফোলের মনে পড়ছে বাবা স্তেফানের কথা। সাবেক এই ডেকাথলেটেরও স্বপ্ন ছিল জার্মানির হয়ে অলিম্পিকে অংশ নেওয়ার। কিন্তু ৪০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার এক চোখ নষ্ট হয়ে গেলে সে স্বপ্ন ভেঙে যায়। ‘আমার বাবার স্বপ্ন ছিল অলিম্পিকে ডেকাথলেট হওয়ার। কিন্তু ১৯৮৬ সালে মাতাল এক ড্রাইভার তার গাড়িকে আঘাত করায় আচমকাই সব শেষ হয়ে যায়। তাই বাবার জন্য আমি এটা খুব করে জিততে চেয়েছিলাম।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শতাব্দী পরে গলফে যুক্তরাষ্ট্রের সোনা

আপডেট সময় : ০১:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : আগে কোনো মেজর ট্রফি জয়ের অভিজ্ঞতাই যার ছিল না, সেই জ্যান্ডার শাফোলে গড়লেন ইতিহাস। ১০০ বছরেরও বেশি সময় পর অলিম্পিকের গলফ প্রতিযোগিতা থেকে যুক্তরাষ্ট্রকে এনে দিলেন সোনার পদক। টোকিও অলিম্পিকসে রোববার ররি সাবাতিনিকে হারিয়ে এই কীর্তি গড়েন শাফোলে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া সাবাতিনি ২০১৮ সালে তার স্ত্রী মার্তিনার দেশ স্লোভাকিয়ার নাগরিকত্ব নেন। স্লোভাকিয়ার হয়েই জিতলেন রুপা। এর আগে গলফ থেকে যুক্তরাষ্ট্র সবশেষে সোনা জিতেছিল ১৯০৪ সালে। অবশ্য ওই আসরের পর ১০০ বছরের বেশি সময়ের বিরতি দিয়ে ২০১৬ সালে রিও দি জেনেইরো অলিম্পিকে ফিরেছিল গলফ। গত আসরে এ ইভেন্টে সেরা হয়েছিলেন গ্রেট ব্রিটেনের জাস্টিন রোজ। অসামান্য কীর্তি গড়ার পর শ্যাফোলের মনে পড়ছে বাবা স্তেফানের কথা। সাবেক এই ডেকাথলেটেরও স্বপ্ন ছিল জার্মানির হয়ে অলিম্পিকে অংশ নেওয়ার। কিন্তু ৪০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার এক চোখ নষ্ট হয়ে গেলে সে স্বপ্ন ভেঙে যায়। ‘আমার বাবার স্বপ্ন ছিল অলিম্পিকে ডেকাথলেট হওয়ার। কিন্তু ১৯৮৬ সালে মাতাল এক ড্রাইভার তার গাড়িকে আঘাত করায় আচমকাই সব শেষ হয়ে যায়। তাই বাবার জন্য আমি এটা খুব করে জিততে চেয়েছিলাম।’