নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর আনসার ক্যাম্প থেকে লুট হওয়া দুুটি শটগান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ২৬ ডিসেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ সদস্যের কাছ থেকে ২টি শটগান ও ১০ রাউন্ড গুলি লুটের ঘটনা ঘটে। গত সোমবার রাতে নরসিংদী বড় বাজারের আনসার ক্যাম্পের ফাঁড়িতে ৪ জন দায়িত্বে ছিলেন। ওই দিন রাত দেড়টার দিকে ১৫-১৮ জনের একটি দল হাড়িয়াধোয়া নদীর পাশে টহলরত আনসার সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ২টি শট গান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।