ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমপর্বের খেলা শুরুর সঙ্গে সঙ্গে ক্রিকেটের উত্তেজনা ছাড়িয়েছে সারা বিশ্বে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কে এগিয়ে থাকছে, সেটা নিয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। নিজ নিজ মতামত প্রকাশ করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। চলমান বিশ্বকাপ নিয়ে স্পোর্টস্টারকে নিজের মতামত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। স্বভাবতই নিজের দেশ ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান এই মাস্টার ব্লাস্টার। সেই সঙ্গে অন্য তিন সেমিফাইনালিস্টের নামও জানিয়েছেন শচীন। কিংবদন্তি শচীনের মতামত অনুযায়ী, প্রথমপর্বে থেকে উঠা আসা কোনো দলই সেরা চারের টিকিট নিশ্চিত করতে পারবে না। সেমিফাইনালে উঠবে- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও পাকিস্তান। স্পোর্টস্টারকে শচীন বলেন, ‘আমি চাই ভারত চ্যাম্পিয়ন হোক। আমার শীর্ষ চার দল হচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তিনি আরও বলেন, ‘নিউ জিল্যান্ড ডার্ক হর্স, দক্ষিণ আফ্রিকাও। কারণ তারা কন্ডিশন সম্পর্কে জানে এবং দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর-অক্টোবরে এই ধরনের কন্ডিশন থাকে।’