ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন হারিস রউফ

  • আপডেট সময় : ০৭:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তাকে পাওয়া নিয়ে তাতে দেখা দিয়েছিল শঙ্কা। কিন্তু সেই শঙ্কার মেঘ উড়িয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুশীলনে ফিরেছেন রউফ। শুধু তাই নয়, তাকে ফিট ঘোষণা করা হয়েছে এবং আগামী বুধবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তিনি। ইনজুরিতে পড়ার পরই তাকে বিশ্রামে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যাতে করে দ্রুত সেরে উঠতে পারেন তিনি।

তখন শঙ্কা করা হচ্ছিল যদি তার ইনজুরি সাইড স্ট্রেইনের হয় তাহলে সেরে উঠতে সময় লাগবে। কিন্তু তেমন কিছু হয়নি। তাইতো কয়েকদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরতে পেরেছেন রউফ। পিসিবি এখন আশাবাদী শাহীন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গে পূর্ণ ইনটেনসিটি নিয়ে বল করতে পারবেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেকথ্রু এনে দেওয়ার যে সামর্থ হারিসের সেটা খুব কাজে দিবে পাকিস্তানের জন্য। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর থেকে বেশ কয়েকজন তারকা পেসার ছিটকে গিয়েছেন। সেই তালিকায় আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন হারিস রউফ

আপডেট সময় : ০৭:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তাকে পাওয়া নিয়ে তাতে দেখা দিয়েছিল শঙ্কা। কিন্তু সেই শঙ্কার মেঘ উড়িয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুশীলনে ফিরেছেন রউফ। শুধু তাই নয়, তাকে ফিট ঘোষণা করা হয়েছে এবং আগামী বুধবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তিনি। ইনজুরিতে পড়ার পরই তাকে বিশ্রামে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যাতে করে দ্রুত সেরে উঠতে পারেন তিনি।

তখন শঙ্কা করা হচ্ছিল যদি তার ইনজুরি সাইড স্ট্রেইনের হয় তাহলে সেরে উঠতে সময় লাগবে। কিন্তু তেমন কিছু হয়নি। তাইতো কয়েকদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরতে পেরেছেন রউফ। পিসিবি এখন আশাবাদী শাহীন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গে পূর্ণ ইনটেনসিটি নিয়ে বল করতে পারবেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেকথ্রু এনে দেওয়ার যে সামর্থ হারিসের সেটা খুব কাজে দিবে পাকিস্তানের জন্য। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর থেকে বেশ কয়েকজন তারকা পেসার ছিটকে গিয়েছেন। সেই তালিকায় আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।