বিনোদন ডেস্ক : ছোট বেলায় শক্তি কাপুরের জন্য খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সালমান খানকে। এ জন্য তিনি শক্তির ছেলেমেয়েকে রাস্তায় নাচানোর হুমকি দিয়েছিলেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে শক্তি কাপুরের। এই অভিযোগগুলো বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। এমনকি রিয়ালিটি শো বিগ বস নিয়েও আপত্তি তুলেছিলেন শক্তি। শক্তি কাপুর বিগ বসের এক আসর শেষে সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, সালমান মেয়েদের গায়ে হাত তোলেন। তিনি ওই রিয়েলিটি শো’তে কে জিতবেন সেটিও নির্ধারণ করে দেন। তিনি শো-এর পঞ্চম আসরে রানার আপ হওয়া অভিনেত্রী মেহাক চাহালকে নিয়ে সালমান খানের দুর্বলতার কথাও জানিয়েছিলেন। এক আসর শেষে সালমানের বাড়িতে অনেক অভিনেতা অভিনেত্রী দাওয়াত পেলেও সালমান দাওয়াত করেননি শক্তিকে। সে সময় শক্তি এর প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সালমানের বাড়িতে দাওয়াত পেলেও তিনি যেতেন না। কারণ হিসেবে তিনি বলেছেন, সালমানের বাড়ি শক্তির রান্নাঘরের চেয়েও ছোট। এমন তিক্ততা শর্তেও দুই জনের মধ্যে পর্দার রসায়নও জমেছিল এক সময়। তাদের বন্ধুত্ব ও তিক্ততার কথা ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, সালমান এক সময় শক্তির ছেলেমেয়েকে রাস্তায় নাচানোর হুমকি দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, ছোট বেলায় শক্তি কাপুরের জন্য খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সালমান খানকে। বলিউড চলচ্চিত্রের প্রযোজক সেলিম খানের বাড়িতে মদ্যপানের আসরে বসতেন শক্তি কাপুর। সন্ধ্যার পরে বসা সেই আসরগুলোতে ডাকা হতো সালমান খান, আরবাজ খান এবং সোহেল খানকে। তাদের নাচার জন্য জোরাজুরি করতেন। এই কারণেই শক্তিকে সরাসরি হুমকি দিয়েছিলেন সালমান। তবে, সেটি হুমকি পর্যন্তই সীমাবদ্ধ ছিল। শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তকে কখনো এমন পরিস্থিতিতে ফেলেননি ভাইজান। তবে, বড় পর্দায় অভিষেক করানোর কথা দিয়েও সিদ্ধান্তের কাছে সেই কথা রাখেননি সালমান। উল্লেখ্য, শক্তি কাপুরের সঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন সালমান। তার মধ্যে, “আন্দাজ আপনা আপনা”, “হ্যালো ব্রাদার”, “হাম সাথ সাথ হ্যায়” তুমুল জনপ্রিয়তা