ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

লোভনীয় অফারে প্রভাবিত না হওয়ার পরামর্শ

  • আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিক ডিসকাউন্ট ও লোভনীয় অফারে প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
গতকাল সোমবার বিভিন্ন দৈনিক পত্রিকায় জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে অস্বাভাবিক ডিসকাউন্ট, লোভনীয় অফার, অযৌক্তিক শর্ত আরোপের মাধ্যমে বৈষম্যমূলক বা কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্যে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার না করার জন্য অনুরোধা জানানো হয়েছে। এছাড়াও গণবিজ্ঞপ্তিতে এ ধরনের ব্যবসা পরিচালনা না করার এবং ক্রেতা সাধারণকে এ ধরনের অফার বা বিজ্ঞপ্তিতে প্রভাবিত বা প্ররোচিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দেওয়া জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনও কোনও ব্যবসা প্রতিষ্ঠান অত্যাধিক ডিসকাউন্টে পণ্য বা সেবা বিক্রির বিজ্ঞাপন বিভিন্ন ইলেক্ট্রোনিক, প্রিন্ট মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। এমনকি উৎপাদন মূল্য/আমদানি মুল্য/ ক্রয়মূল্য থেকেও কম মূল্যে পণ্য বিক্রির লোভনীয় অফার দিচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং একই সঙ্গে বাজারে অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। প্রতিযোগিতা কমিশন বলেছে, উৎপাদন খরচ বা ক্রয়মূল্যের থেকে কম মূল্যে পণ্য বিক্রি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য ক্রয়-বিক্রয়ে বা সেবা প্রদানে অন্যায্য বা বৈষম্যমূলক শর্তারোপ বা পণ্য বা সেবার ক্রয়-বিক্রয়ে বৈষম্যমূলক মূল্য বা কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্য নির্ধারণ ‘প্রতিযোগিতা আইন ২০১২’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোভনীয় অফারে প্রভাবিত না হওয়ার পরামর্শ

আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিক ডিসকাউন্ট ও লোভনীয় অফারে প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
গতকাল সোমবার বিভিন্ন দৈনিক পত্রিকায় জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে অস্বাভাবিক ডিসকাউন্ট, লোভনীয় অফার, অযৌক্তিক শর্ত আরোপের মাধ্যমে বৈষম্যমূলক বা কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্যে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার না করার জন্য অনুরোধা জানানো হয়েছে। এছাড়াও গণবিজ্ঞপ্তিতে এ ধরনের ব্যবসা পরিচালনা না করার এবং ক্রেতা সাধারণকে এ ধরনের অফার বা বিজ্ঞপ্তিতে প্রভাবিত বা প্ররোচিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দেওয়া জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনও কোনও ব্যবসা প্রতিষ্ঠান অত্যাধিক ডিসকাউন্টে পণ্য বা সেবা বিক্রির বিজ্ঞাপন বিভিন্ন ইলেক্ট্রোনিক, প্রিন্ট মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। এমনকি উৎপাদন মূল্য/আমদানি মুল্য/ ক্রয়মূল্য থেকেও কম মূল্যে পণ্য বিক্রির লোভনীয় অফার দিচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং একই সঙ্গে বাজারে অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। প্রতিযোগিতা কমিশন বলেছে, উৎপাদন খরচ বা ক্রয়মূল্যের থেকে কম মূল্যে পণ্য বিক্রি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য ক্রয়-বিক্রয়ে বা সেবা প্রদানে অন্যায্য বা বৈষম্যমূলক শর্তারোপ বা পণ্য বা সেবার ক্রয়-বিক্রয়ে বৈষম্যমূলক মূল্য বা কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্য নির্ধারণ ‘প্রতিযোগিতা আইন ২০১২’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।