নিজস্ব প্রতিবেদক : জুতা তৈরি হচ্ছিল ‘এডেক্স’ ও ‘এপক্স’ এবং ‘বালা’ নামে। এই নামগুলোর আবার লোগো করা হয়েছে দুটি প্রতিষ্ঠিত জুতা ব্র্যান্ডের লোগো নকল করে। ঢাকার পোস্তগোলার আলম মার্কেটে এই নকল জুতা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযানে নকল পণ্য তৈরির দায়ে আব্দুস সাত্তার নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের তথ্য বলছে, এপেক্স স্যান্ডেলের লোগো নকল করে এডেক্স ও এপক্স এবং বাটার লোগো নকল করে দেওয়া হয় বালা নাম। এভাবেই লোগো নকল করে বাজারে ছাড়া হচ্ছিল জুতা। অভিযানে জরিমানার পাশাপাশি নকল পণ্য তৈরি করার বিভিন্ন উপকরণ তাৎক্ষণিক ধ্বংস করা হয়। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘অভিযানে অভিযুক্ত ব্যক্তির কারখানায় সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লোগো নকল করে জুতার নাম এডেক্স এপক্স বালা, জরিমানা ৫০ হাজার
জনপ্রিয় সংবাদ