মো. আবুল কালাম আজাদ
উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য। বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রাম থেকে লোকছড়াটি সংগ্রহ করেছেন মো. আবুল কালাম।
সংগৃহীত লোককথাটি একই উপজেলার ২টি ভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে সংগ্রহ করা হয়। যার মধ্যে বানান ও উচ্চারণগত পার্থক্য থাকলেও মূল সুর বা থিম একই। এলাকাভেদে শব্দগত পার্থক্য থাকাটাই লোককথার আরেকটি বৈশিষ্ট্য বটে।
১.
আদগান কই মাছ তালগাছ বায়,
সোনার কইতোর উইড়্যা যায়।
ও কইতোর ভালো না,
মাইয়্যা বিয়া দিমু না।
মাইয়্যার মাতায় লোম্বা চুল,
কোতায় পামু জবা ফুল?
জবা ফুলের গোনদে
খোম্পা ধরে নোনদে।
খোম্পার উপর দারাইসসাপ,
লাফ দিয়া পড়ে বেয়াইছাপ।
বেয়াইছাপের ডরে
ভুতুম ডাহে ঘরে (হস্তিশুন্ড)
২.
আদগান কৈ মাছ তালগাছ বায়,
হোনার কইতোর উইড়্যা যায়।
ও কইতোর ভালো না,
মাইয়্যা বিয়া দিমু না।
মাইয়্যার মাতায় লোমফা চুল,
কোতায় পামু জবা ফুল?
জবা ফুলের গোনদে
খোঁপা ধরে নোনদে।
খোঁপার উপার দারাইশহাপ,
লাফাইয়্যা পড়ে বেয়াইছাপ।
বেয়াইছাপের ডরে
ভুতুম ডাহে ঘরে। (মুন্ডপাশা)
শব্দ পরিচিতি : আদগান=অর্ধেকখান, হোনার=সোনার, কইতোর=কবুতর, উইড়্যা=উড়া, মাইয়্যা= মেয়ে, লোম্বা/ লোমফা=লম্বা, গোনদে=গন্ধে, নোনদে=ননদ/স্বামীর বোন, খোম্পা/ খোঁপা=নারীদের চুলের খোঁপা, দারাইশহাপ=এক ধরনের সাপ, বেয়াই=মেয়ে বা ছেলের শ্বশুর, ভুতুম=এক ধরনের পাখি (পেঁচা)।
সংগ্রহকারী : আবুল কালাম আজাদ
সহকারী অধ্যাপক
আটিপাড়া মুঈনুল উলুম ফাজিল মাদ্রাসা
সংগ্রহস্থান: আটিপাড়া, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময়: ২০২৪ সাল
মোবাইল-০১৭২১-১৮৮৯৯২
আজকের প্রত্যাশা/কেএমএএ