ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

লেভারকুসেনকে হারালো বায়ার্ন

  • আপডেট সময় : ০৬:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এক বছরে পরিস্থিতি কতটা পরিবর্তন হয়ে গেছে! এক বছর আগেও বায়ার লেভারকুসেন ছিল অপ্রতিরোধ্য, অপরাজেয়। বায়ার্ন মিউনিখ তাদের সামনে দাঁড়াতেই পারছিল না। এক বছর পর সেই লেভারকুসেনই বায়ার্নের সামনে গিয়ে হাসফাঁস করতে শুরু করে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি দুই জার্মান দল। প্রথম লেগে বায়ার্ন ঘরের মাঠে ৩-০ গোলো হারিয়ে দিলো বায়ার লেভারকুসেনকে।

এই জয়ে বলা যায় কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রাখলো ভাবারিয়ানরা। বায়ার্নের হয়ে এই ম্যাচে জোড়া গোল করলেন ইংলিশ তারকা হ্যারি কেইন। অন্য গোলটি করেন জামাল মুসিয়ালা। ৬২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন বায়ার লেভারকুসেনের নর্দি মুকিয়েলে। তবে, সর্বশেষ সাত মুখোমুখি লড়াইয়ে জাবি আলোনসোর দলের বিপক্ষে এই প্রথম জয় পেলো বায়ার্ন মিউনিখ। জার্মান কাপ থেকে বায়ার লেভারকুসেনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। ম্যাচের ৯ম মিনিটেই বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন হ্যারি কেইন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে গিয়ে বাকি দুই গোল করে বায়ার্ন। ৫৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন জামাল মুসিয়ালা। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন হ্যারি কেইন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার অন্য ম্যাচে ডাচ ক্লাব ফেয়েনুর্দ রটারড্রামের মাঠে গিয়ে ০-২ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরেছে ইতালিয়ান ক্লাব ইন্টারমিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে গোল দুটি করেন মার্কাস থুরাম এবং লওতারো মার্টিনেজ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লেভারকুসেনকে হারালো বায়ার্ন

আপডেট সময় : ০৬:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: এক বছরে পরিস্থিতি কতটা পরিবর্তন হয়ে গেছে! এক বছর আগেও বায়ার লেভারকুসেন ছিল অপ্রতিরোধ্য, অপরাজেয়। বায়ার্ন মিউনিখ তাদের সামনে দাঁড়াতেই পারছিল না। এক বছর পর সেই লেভারকুসেনই বায়ার্নের সামনে গিয়ে হাসফাঁস করতে শুরু করে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি দুই জার্মান দল। প্রথম লেগে বায়ার্ন ঘরের মাঠে ৩-০ গোলো হারিয়ে দিলো বায়ার লেভারকুসেনকে।

এই জয়ে বলা যায় কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রাখলো ভাবারিয়ানরা। বায়ার্নের হয়ে এই ম্যাচে জোড়া গোল করলেন ইংলিশ তারকা হ্যারি কেইন। অন্য গোলটি করেন জামাল মুসিয়ালা। ৬২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন বায়ার লেভারকুসেনের নর্দি মুকিয়েলে। তবে, সর্বশেষ সাত মুখোমুখি লড়াইয়ে জাবি আলোনসোর দলের বিপক্ষে এই প্রথম জয় পেলো বায়ার্ন মিউনিখ। জার্মান কাপ থেকে বায়ার লেভারকুসেনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। ম্যাচের ৯ম মিনিটেই বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন হ্যারি কেইন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে গিয়ে বাকি দুই গোল করে বায়ার্ন। ৫৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন জামাল মুসিয়ালা। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন হ্যারি কেইন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার অন্য ম্যাচে ডাচ ক্লাব ফেয়েনুর্দ রটারড্রামের মাঠে গিয়ে ০-২ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরেছে ইতালিয়ান ক্লাব ইন্টারমিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে গোল দুটি করেন মার্কাস থুরাম এবং লওতারো মার্টিনেজ।