ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণ

  • আপডেট সময় : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে অবস্থিত এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় প্রায় এক ডজন মানুষ আহত হয়েছে বলে ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা ও ক্যাম্পের ভেতরকার এক ফিলিস্তিনি জানিয়েছেন।
লেবাননের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বিস্ফোরণে অজ্ঞাত সংখ্যক মৃত্যুর কথা জানালেও স্থানীয় গণমাধ্যম এবং ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা বলছেন, বিস্ফোরণে কেউ নিহত হয়নি।
নিরাপত্তা সংক্রান্ত একটি সূত্রও এখন পর্যন্ত কারও মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। এনএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, বুর্জ আল-শেমালি ক্যাম্পের ভেতরে থাকা হামাসের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণটি হয়েছে; নিরাপত্তা বাহিনীকে ঘটনাটি তদন্ত করে দেখতে নির্দেশ দিয়েছেন এক বিচারক।
লেবাননে যে ডজনখানেক ফিলিস্তিনি শরণার্থী শিবির আছে, সেগুলো মূলত হামাস, ফাতাহসহ বিভিন্ন সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীই নিয়ন্ত্রণ করে থাকে, রীতি অনুযায়ী লেবাননের কর্তৃপক্ষ সেসব শিবিরে প্রবেশ করে না। হামাসঘনিষ্ঠ হিসেবে পরিচিত বার্তা সংস্থা শেহাব নিউজ এজেন্সি ফিলিস্তিনি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় মজুদ করা অক্সিজেন ক্যানিস্টারে আগুন ধরে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে। আগুন পরে নিয়ন্ত্রণে আনা গেছে, জানিয়েছে ফিলিস্তিনি ওই সূত্রটি। এ বিষয়ে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণ

আপডেট সময় : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে অবস্থিত এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় প্রায় এক ডজন মানুষ আহত হয়েছে বলে ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা ও ক্যাম্পের ভেতরকার এক ফিলিস্তিনি জানিয়েছেন।
লেবাননের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বিস্ফোরণে অজ্ঞাত সংখ্যক মৃত্যুর কথা জানালেও স্থানীয় গণমাধ্যম এবং ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা বলছেন, বিস্ফোরণে কেউ নিহত হয়নি।
নিরাপত্তা সংক্রান্ত একটি সূত্রও এখন পর্যন্ত কারও মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। এনএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, বুর্জ আল-শেমালি ক্যাম্পের ভেতরে থাকা হামাসের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণটি হয়েছে; নিরাপত্তা বাহিনীকে ঘটনাটি তদন্ত করে দেখতে নির্দেশ দিয়েছেন এক বিচারক।
লেবাননে যে ডজনখানেক ফিলিস্তিনি শরণার্থী শিবির আছে, সেগুলো মূলত হামাস, ফাতাহসহ বিভিন্ন সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীই নিয়ন্ত্রণ করে থাকে, রীতি অনুযায়ী লেবাননের কর্তৃপক্ষ সেসব শিবিরে প্রবেশ করে না। হামাসঘনিষ্ঠ হিসেবে পরিচিত বার্তা সংস্থা শেহাব নিউজ এজেন্সি ফিলিস্তিনি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় মজুদ করা অক্সিজেন ক্যানিস্টারে আগুন ধরে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে। আগুন পরে নিয়ন্ত্রণে আনা গেছে, জানিয়েছে ফিলিস্তিনি ওই সূত্রটি। এ বিষয়ে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।