ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

লেবাননে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী হলেন নাজিব মিকাতি

  • আপডেট সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে রাসায়নিকের গুদামে বিপর্যয়কর বিস্ফোরণের জেরে আগের প্রশাসনের পতনের এক বছরেরও বেশি সময় পর একটি নতুন সরকার ঘোষণা করা হয়েছে।
লেবাননের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগেও তিনি দু’বার এই পদে ছিলেন বলে জানিয়েছে বিবিসি। প্রধানমন্ত্রী নিয়োগের পাশাপাশি নতুন মন্ত্রিসভার মন্ত্রীদেরও নাম ঘোষণা হয়ে যাওয়ায় দেশটির রাজনীতিতে কয়েকমাসের অচলাবস্থার অবসান হয়েছে।
লেবানন বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময়ে এই সরকার ঘোষণা হল। দেশটিতে মুদ্রার মান পড়ে গেছে, বেকারত্ব, মুদ্রাস্ফীতি বেড়েছে। জ্বালানি, বিদ্যুৎ, ওষুধপত্র সবেরই ঘাটতি দেখা দিয়েছে। উপরন্তু পুরোদস্তুর রাজনৈতিক সংস্কারের দাবিতে প্রায় ২ বছর ধরে বিক্ষোভে বিক্ষোভে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটিতে।
২০২০ সালের ৪ অগাস্টে বৈরুত বন্দরের রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ধ্বংসযজ্ঞের কয়েকদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার পতনের পর থেকে লেবাননে এতদিন সঠিকভাবে কার্যকর কোনও সরকার ছিল না।
এক বছরের বেশি সময় পর শুক্রবার নতুন সরকার ঘোষণা হওয়ার পর, সব রাজনীতিবিদদেরকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পরিস্থিতি খুব কঠিন। কিন্তু আমরা একতাবদ্ধ থাকলে সঙ্কট কাটিয়ে ওঠা অসম্ভব হবে না।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

লেবাননে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী হলেন নাজিব মিকাতি

আপডেট সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে রাসায়নিকের গুদামে বিপর্যয়কর বিস্ফোরণের জেরে আগের প্রশাসনের পতনের এক বছরেরও বেশি সময় পর একটি নতুন সরকার ঘোষণা করা হয়েছে।
লেবাননের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগেও তিনি দু’বার এই পদে ছিলেন বলে জানিয়েছে বিবিসি। প্রধানমন্ত্রী নিয়োগের পাশাপাশি নতুন মন্ত্রিসভার মন্ত্রীদেরও নাম ঘোষণা হয়ে যাওয়ায় দেশটির রাজনীতিতে কয়েকমাসের অচলাবস্থার অবসান হয়েছে।
লেবানন বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময়ে এই সরকার ঘোষণা হল। দেশটিতে মুদ্রার মান পড়ে গেছে, বেকারত্ব, মুদ্রাস্ফীতি বেড়েছে। জ্বালানি, বিদ্যুৎ, ওষুধপত্র সবেরই ঘাটতি দেখা দিয়েছে। উপরন্তু পুরোদস্তুর রাজনৈতিক সংস্কারের দাবিতে প্রায় ২ বছর ধরে বিক্ষোভে বিক্ষোভে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটিতে।
২০২০ সালের ৪ অগাস্টে বৈরুত বন্দরের রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ধ্বংসযজ্ঞের কয়েকদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার পতনের পর থেকে লেবাননে এতদিন সঠিকভাবে কার্যকর কোনও সরকার ছিল না।
এক বছরের বেশি সময় পর শুক্রবার নতুন সরকার ঘোষণা হওয়ার পর, সব রাজনীতিবিদদেরকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পরিস্থিতি খুব কঠিন। কিন্তু আমরা একতাবদ্ধ থাকলে সঙ্কট কাটিয়ে ওঠা অসম্ভব হবে না।”