ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

লেবাননে উদ্বাস্তু শিবিরে জানাজায় গোলাগুলি, নিহত ৩

  • আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের একটি উদ্বাস্তু শিবিরে গোলাগুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত তিনজনই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্য। গত রোববার সংগঠনটিরই একজন সদস্যের জানাজার সময় এই গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।
গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নিহত হামাস সদস্যরা দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে বিস্ফোরণে নিহত ওই ব্যক্তির জানাজায় অংশ নিয়েছিলেন।
হামাসের কর্মকর্তা রাফাত আল-মুরা জানিয়েছেন, গত শুক্রবার দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে বিস্ফোরণে তাদের এক সদস্য নিহত হন। গত রোববার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে অবস্থিত বুর্জ আল-শেমালি উদ্বাস্তু শিবিরে তার জানাজার প্রক্রিয়া চলছিল। তার অভিযোগ, গত রোববার জানাজার আনুষ্ঠানিকতার মধ্যেই হামাস সদস্যদের ওপর গুলিবর্ষণ করে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গ্রুপের সদস্যরা। এতে ওই তিন ফিলিস্তিনি নিহত হন। গুলিতে আরও ৬ ফিলিস্তিনি আহত হন। ২০০৭ সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনুষ্ঠিত নির্বাচনে হামাসের কাছে পরাজিত হয় মাহমুদ আব্বাসের দল ফাতাহ। এরপর থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে দল দু’টি।
উদ্বাস্তু শিবিরের এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে জানান, গত শুক্রবার নিহত ফিলিস্তিনির মরদেহ বহনকারী মিছিলটি বুর্জ আল-শেমালি উদ্বাস্তু শিবিরের কবরস্থানের কাছে পৌঁছালে হঠাৎ জনতার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এসময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং কে কাকে লক্ষ্য করে গুলি করছিল, সেটি বোঝা যায়নি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লেবাননে উদ্বাস্তু শিবিরে জানাজায় গোলাগুলি, নিহত ৩

আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের একটি উদ্বাস্তু শিবিরে গোলাগুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত তিনজনই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্য। গত রোববার সংগঠনটিরই একজন সদস্যের জানাজার সময় এই গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।
গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নিহত হামাস সদস্যরা দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে বিস্ফোরণে নিহত ওই ব্যক্তির জানাজায় অংশ নিয়েছিলেন।
হামাসের কর্মকর্তা রাফাত আল-মুরা জানিয়েছেন, গত শুক্রবার দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে বিস্ফোরণে তাদের এক সদস্য নিহত হন। গত রোববার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে অবস্থিত বুর্জ আল-শেমালি উদ্বাস্তু শিবিরে তার জানাজার প্রক্রিয়া চলছিল। তার অভিযোগ, গত রোববার জানাজার আনুষ্ঠানিকতার মধ্যেই হামাস সদস্যদের ওপর গুলিবর্ষণ করে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গ্রুপের সদস্যরা। এতে ওই তিন ফিলিস্তিনি নিহত হন। গুলিতে আরও ৬ ফিলিস্তিনি আহত হন। ২০০৭ সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনুষ্ঠিত নির্বাচনে হামাসের কাছে পরাজিত হয় মাহমুদ আব্বাসের দল ফাতাহ। এরপর থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে দল দু’টি।
উদ্বাস্তু শিবিরের এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে জানান, গত শুক্রবার নিহত ফিলিস্তিনির মরদেহ বহনকারী মিছিলটি বুর্জ আল-শেমালি উদ্বাস্তু শিবিরের কবরস্থানের কাছে পৌঁছালে হঠাৎ জনতার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এসময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং কে কাকে লক্ষ্য করে গুলি করছিল, সেটি বোঝা যায়নি।