ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

লেনদেনের দৌড়ে পিছিয়ে বিমা খাত

  • আপডেট সময় : ১২:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার লেনদেনের প্রথম থেকেই দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন দেখা গেছে। পতনের দিনেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে টেক্সটাইল খাতে। অন্য দিকে বেশিরভাগ কোম্পানির দর কমেছে বিমা খাতে। লেনদেনের দৌড়েও টেক্সটাইল খাতের চেয়েও পিছিয়ে রয়েছে বিমা খাত। এদিন বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি টাকা। আর বিমা খাতে লেনদেন হয়েছে ৩১৩ কোটি টাকা। বাজার পযালোচনা করে এমন তথ্যই পাওয়া গেছে।
জানা গেছে, লেনদেনে অংশ নেয়া বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৭টি বা ৮০ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। কমেছে ৮টি বা ১৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর। অপরিবর্তিত রয়েছে চারটি বা সাত শতাংশ কোম্পানির শেয়ারের দর।
অপরদিকে, লেনদেনে অংশ নেয়া বিমা খাতের ৪৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ৮৯ শতাংশ বা ৪৬টি কোম্পানির শেয়ার দর। দর বেড়েছে ১১ শতাংশ বা ৪টি কোম্পানির শেয়োর দর।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ১৭ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার টাকা। চিটাগাং স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১০২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার আট টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রেএ জানা গেছে।
এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। লেনদেনে ছিলো মিশ্র প্রবণতা।প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কিছুটা কমলেও বেড়েছে সিএসইতে। মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টির। কমেছে ১৫৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ১০৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২০৫ পয়েন্টে। অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৬৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক কিছুটা কমে অবস্থান করছে ১০ হাজার ৬৮৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯১ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৯ পয়েন্টে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লেনদেনের দৌড়ে পিছিয়ে বিমা খাত

আপডেট সময় : ১২:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার লেনদেনের প্রথম থেকেই দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন দেখা গেছে। পতনের দিনেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে টেক্সটাইল খাতে। অন্য দিকে বেশিরভাগ কোম্পানির দর কমেছে বিমা খাতে। লেনদেনের দৌড়েও টেক্সটাইল খাতের চেয়েও পিছিয়ে রয়েছে বিমা খাত। এদিন বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি টাকা। আর বিমা খাতে লেনদেন হয়েছে ৩১৩ কোটি টাকা। বাজার পযালোচনা করে এমন তথ্যই পাওয়া গেছে।
জানা গেছে, লেনদেনে অংশ নেয়া বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৭টি বা ৮০ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। কমেছে ৮টি বা ১৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর। অপরিবর্তিত রয়েছে চারটি বা সাত শতাংশ কোম্পানির শেয়ারের দর।
অপরদিকে, লেনদেনে অংশ নেয়া বিমা খাতের ৪৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ৮৯ শতাংশ বা ৪৬টি কোম্পানির শেয়ার দর। দর বেড়েছে ১১ শতাংশ বা ৪টি কোম্পানির শেয়োর দর।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ১৭ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার টাকা। চিটাগাং স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১০২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার আট টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রেএ জানা গেছে।
এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। লেনদেনে ছিলো মিশ্র প্রবণতা।প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কিছুটা কমলেও বেড়েছে সিএসইতে। মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টির। কমেছে ১৫৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ১০৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২০৫ পয়েন্টে। অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৬৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক কিছুটা কমে অবস্থান করছে ১০ হাজার ৬৮৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯১ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৯ পয়েন্টে।