ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

লুট হওয়া পাথর ফেরত দিতে তিন দিনের আলটিমেটাম

  • আপডেট সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সিলেট সংবাদদাতা: সিলেটের সরকারি গেজেটভুক্ত পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে এবার জেলা প্রশাসন তিন দিনের আলটিমেটাম দিয়েছে। সেইসঙ্গে পাথর ফেরত দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায়।

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টার মধ্যে লুট হওয়া সাদাপাথর নিজ উদ্যোগে ও নিজ খরচে পর্যটনকেন্দ্র সাদাপাথরে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ডাম্পিং স্টেশনে নিজ উদ্যোগে পাথর ফেরত পাঠাতে হবে। যদি না পাঠানো হয় তাহলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর পাওয়া যাবে সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূল হোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লুট হওয়া পাথর ফেরত দিতে তিন দিনের আলটিমেটাম

আপডেট সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

সিলেট সংবাদদাতা: সিলেটের সরকারি গেজেটভুক্ত পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে এবার জেলা প্রশাসন তিন দিনের আলটিমেটাম দিয়েছে। সেইসঙ্গে পাথর ফেরত দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায়।

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টার মধ্যে লুট হওয়া সাদাপাথর নিজ উদ্যোগে ও নিজ খরচে পর্যটনকেন্দ্র সাদাপাথরে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ডাম্পিং স্টেশনে নিজ উদ্যোগে পাথর ফেরত পাঠাতে হবে। যদি না পাঠানো হয় তাহলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর পাওয়া যাবে সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূল হোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।

এসি/