ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

লুঙ্গি রেখে পালিয়ে যাওয়া মেম্বারের স্ত্রীর ডিলারশিপ বাতিল

  • আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা : সরকারি চাল চুরির সময় পুলিশ দেখে লুঙ্গি-জুতা রেখে পালিয়ে যাওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের মেম্বার শফিকুল ইসলাম শফির স্ত্রীর ডিলারশিপ বাতিল করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস। গতকাল সোমবার দুপুরে শফি মেম্বারের স্ত্রী উম্মে সালমার নামে থাকা সরকারি চাল বিতরণের ডিলারশিপ বাতিল করা হয় বলে জানান উল্লাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হক। জানা যায়, বুধবার (২০ অক্টোবর) রাতে হতদরিদ্রদের দেওয়া সরকারি চাল অটোভ্যানে বড়হর ইউনিয়ন থেকে চুরি করে নিয়ে আসছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম শফি। এ সময় গোপনে খবর পেয়ে পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে স্থানীয় দুই সাংবাদিক ভ্যানটি আটকের পর পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি জনসম্মুখে পরনের লুঙ্গি ও জুতা ফেলে উলঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০ কেজি সরকারি চাল ও পালিয়ে যাওয়া ইউপি সদস্যের লুঙ্গি এবং জুতা জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। চাল পাচারের ঘটনা প্রমাণিত হওয়ায় সোমবার শফি মেম্বারের স্ত্রী উম্মে সালমার নামে থাকা সরকারি চাল বিতরণের ডিলারশিপ বাতিল করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লুঙ্গি রেখে পালিয়ে যাওয়া মেম্বারের স্ত্রীর ডিলারশিপ বাতিল

আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জ সংবাদদাতা : সরকারি চাল চুরির সময় পুলিশ দেখে লুঙ্গি-জুতা রেখে পালিয়ে যাওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের মেম্বার শফিকুল ইসলাম শফির স্ত্রীর ডিলারশিপ বাতিল করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস। গতকাল সোমবার দুপুরে শফি মেম্বারের স্ত্রী উম্মে সালমার নামে থাকা সরকারি চাল বিতরণের ডিলারশিপ বাতিল করা হয় বলে জানান উল্লাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হক। জানা যায়, বুধবার (২০ অক্টোবর) রাতে হতদরিদ্রদের দেওয়া সরকারি চাল অটোভ্যানে বড়হর ইউনিয়ন থেকে চুরি করে নিয়ে আসছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম শফি। এ সময় গোপনে খবর পেয়ে পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে স্থানীয় দুই সাংবাদিক ভ্যানটি আটকের পর পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি জনসম্মুখে পরনের লুঙ্গি ও জুতা ফেলে উলঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০ কেজি সরকারি চাল ও পালিয়ে যাওয়া ইউপি সদস্যের লুঙ্গি এবং জুতা জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। চাল পাচারের ঘটনা প্রমাণিত হওয়ায় সোমবার শফি মেম্বারের স্ত্রী উম্মে সালমার নামে থাকা সরকারি চাল বিতরণের ডিলারশিপ বাতিল করা হয়।