বিনোদন ডেস্ক : ‘গলুই’ সিনেমায় পরনে লুঙ্গি, ফতুয়া আর গলায় তাবিজ ঝুলিয়ে একজন মাঝির ‘লুকে’ সামনে এলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ এর জন্য লুঙ্গি, ফতুয়া আর গলায় তাবিজ ঝুলিয়ে একজন মাঝির ‘লুকে’ সামনে এলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে বৃহস্পতিবার থেকে এ সিনেমায় শুটিং অংশ নিচ্ছেন তিনি; শুক্রবার শুটিংয়ের পেছনের দৃশ্য নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন শাকিব।
প্রযোজক খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ২০২০-২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত এ সিনেমা পরিচালনা করছেন এস এ হক অলিক। পরিচালক বলেন, “শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন; মন-প্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।” ভিডিওতে দেখা গেছে, শুটিংয়ের ফাঁকে সংলাপের চর্চা করছেন শাকিব। তার পাশে দেখা গেছে অভিনয়শিল্পী আজিজুল হাকিমকে; যিনি লালুর বাবার চরিত্রে অভিনয় করছেন। নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অলিক। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন উঠতি নায়িকা পূজা চেরি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে এ সিনেমার শুটিং শুরু হয়।
লুঙ্গি-ফতুয়ায় গলুইয়ের ‘লুকে’ শাকিব খান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ