ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

লিভারপুলে আরও ৬ বছর খেলবেন আলিসন

  • আপডেট সময় : ১০:৫২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : লিভারপুলের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছেন গোলরক্ষক আলিসন। নতুন চুক্তিতে অ্যানফিল্ডের ক্লাবটিতে ২০২৭ সাল পর্যন্ত খেলবেন এই ব্রাজিলিয়ান। এক বিবৃতিতে বুধবার আলিসনের চুক্তির বিষয়টি জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। ২০১৮ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে ওই সময়ের রেকর্ড ৬ কোটি ৬৮ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন আলিসন। তিন বছরে ক্লাবের হয়ে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান জানান, লিভারপুলের ওপর তার আস্থা ও বিশ্বাস আছে। এখানে তার পরিবারও খুশি। “(এই সিদ্ধান্ত) আমার জন্য কঠিন ছিল না।” গত কদিনে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির সাথে নতুন চুক্তি করলেন আলিসন। গত মঙ্গলবার তার স্বদেশি ফাবিনিয়ো ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেন। এর আগে গত সপ্তাহে ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড চুক্তির মেয়াদ বাড়ান ২০২৫ সাল পর্যন্ত। লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩০ ম্যাচ খেলে আলিসন জাল অক্ষত রেখেছেন ৫৭টি। গত মৌসুমে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে যোগ করা সময়ে তার হেডে করা গোলটি লিভারপুলের মৌসুম সেরা গোল নির্বাচিত হয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ গোলরক্ষক হিসেবে জালের দেখা পান তিনি। হেড থেকে গোলরক্ষকদের মধ্যে প্রথম গোল করেন তিনিই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লিভারপুলে আরও ৬ বছর খেলবেন আলিসন

আপডেট সময় : ১০:৫২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : লিভারপুলের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছেন গোলরক্ষক আলিসন। নতুন চুক্তিতে অ্যানফিল্ডের ক্লাবটিতে ২০২৭ সাল পর্যন্ত খেলবেন এই ব্রাজিলিয়ান। এক বিবৃতিতে বুধবার আলিসনের চুক্তির বিষয়টি জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। ২০১৮ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে ওই সময়ের রেকর্ড ৬ কোটি ৬৮ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন আলিসন। তিন বছরে ক্লাবের হয়ে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান জানান, লিভারপুলের ওপর তার আস্থা ও বিশ্বাস আছে। এখানে তার পরিবারও খুশি। “(এই সিদ্ধান্ত) আমার জন্য কঠিন ছিল না।” গত কদিনে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির সাথে নতুন চুক্তি করলেন আলিসন। গত মঙ্গলবার তার স্বদেশি ফাবিনিয়ো ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেন। এর আগে গত সপ্তাহে ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড চুক্তির মেয়াদ বাড়ান ২০২৫ সাল পর্যন্ত। লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩০ ম্যাচ খেলে আলিসন জাল অক্ষত রেখেছেন ৫৭টি। গত মৌসুমে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে যোগ করা সময়ে তার হেডে করা গোলটি লিভারপুলের মৌসুম সেরা গোল নির্বাচিত হয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ গোলরক্ষক হিসেবে জালের দেখা পান তিনি। হেড থেকে গোলরক্ষকদের মধ্যে প্রথম গোল করেন তিনিই।