ক্রীড়া ডেস্ক : প্রিমিয়ার লিগের গত মৌসুমের রানার্স-আপ লিভারপুলকে রুখে দিল এভারটন। গোলশূন্য ড্র হয়েছে ‘মার্সেসাইড ডার্বি’ নামে পরিচিত ম্যাচটি। গুডিসন পার্কে ৬৯তম মিনিটে লিভারপুলের জালে বল জড়িয়েছিলেন এভারটনের ইংলিশ ডিফেন্ডার কনোর কোডি। কিন্তু ভিএআরে বাতিল হয়ে যায় গোলটি। এরপর আর কোনো দলই পারেনি গোল করতে। এ নিয়ে চলতি মৌসুমে ছয় ম্যাচে তৃতীয় ড্র করল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে সমান ম্যাচে চতুর্থ ড্র করে চতুর্দশ স্থানে আছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।