নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও পাচারের শিকার আরও ১৭৬ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফিরে আসা প্রবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলির একটি বন্দিশিবিরে আটক ছিলেন। অন্য ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন বলে স্বেচ্ছায় দেশে ফিরে আসেন। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে তাদের নিয়ে একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্র জানায়, আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি বিমানে তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে। গত বছরের জুলাই থেকে আট মাসে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে বলে বিবিসির খবরে জানা যায়।