ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

লিবিয়ায় নির্বাচনের আগমুহূর্তে গাদ্দাফির ছেলের প্রার্থিতা বাতিল

  • আপডেট সময় : ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির প্রার্থিতা বাতিল করা হয়েছে। গত বুধবার দেশটির নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়। আগামী ডিসেম্বরে উত্তর আফ্রিকার এই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং ওই নির্বাচনে গাদ্দাফির ছেলেকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর ফলে লিবিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। রয়টার্স বলছে, আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৯৮ জন লিবীয় নাগরিক নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিসহ ২৫ জনের প্রার্থিতা বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।
অবশ্য প্রার্থিতা বাতিলের বিষয়ে লিবীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন সংশ্লিষ্টরা। পরে তাদের আবেদনের বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে দেশটির বিচার বিভাগ। লিবিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, সাইফ আল-ইসলাম গাদ্দাফি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ তিনি আদালতে দ-প্রাপ্ত ব্যক্তি। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনের সময় সাইফ আল-ইসলাম গণহত্যা চালিয়েছেন বলে অভিযুক্ত হওয়ার পর ২০১৫ সালে তাকে মৃত্যুদ- দেয় দেশটির রাজধানী ত্রিপোলীর একটি আদালত।
সাইফ আল-ইসলাম গাদ্দাফি ছাড়াও লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী জেইদান এবং সাবেক আইনপ্রণেতা নৌরি আবুশাহমাইনের প্রার্থিতাও বাতিল করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লিবিয়ায় নির্বাচনের আগমুহূর্তে গাদ্দাফির ছেলের প্রার্থিতা বাতিল

আপডেট সময় : ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির প্রার্থিতা বাতিল করা হয়েছে। গত বুধবার দেশটির নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়। আগামী ডিসেম্বরে উত্তর আফ্রিকার এই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং ওই নির্বাচনে গাদ্দাফির ছেলেকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর ফলে লিবিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। রয়টার্স বলছে, আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৯৮ জন লিবীয় নাগরিক নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিসহ ২৫ জনের প্রার্থিতা বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।
অবশ্য প্রার্থিতা বাতিলের বিষয়ে লিবীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন সংশ্লিষ্টরা। পরে তাদের আবেদনের বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে দেশটির বিচার বিভাগ। লিবিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, সাইফ আল-ইসলাম গাদ্দাফি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ তিনি আদালতে দ-প্রাপ্ত ব্যক্তি। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনের সময় সাইফ আল-ইসলাম গণহত্যা চালিয়েছেন বলে অভিযুক্ত হওয়ার পর ২০১৫ সালে তাকে মৃত্যুদ- দেয় দেশটির রাজধানী ত্রিপোলীর একটি আদালত।
সাইফ আল-ইসলাম গাদ্দাফি ছাড়াও লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী জেইদান এবং সাবেক আইনপ্রণেতা নৌরি আবুশাহমাইনের প্রার্থিতাও বাতিল করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ।