ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

লিফলেট বিতরণের সময় দুজন গ্রেফতার

  • আপডেট সময় : ০৬:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভারে আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভার স্ট্যান্ডের দিলকুশা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাভারের জ্বালেশ্বর এলাকার ইউসুফ আলী মৃধার ছেলে রুবেল (২৮) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সেমটি গ্রামের মোহাম্মদ মাসুদ খানের ছেলে আলিফ (১৯)। পুলিশ জানায়, গভীর রাতে শেখ মুজিবুর রহমানের পোস্টার এবং লিফলেট বিতরণের চেষ্টা করেন রুবেল ও আলিফ। এসময় সাভার থানার টহল পুলিশের নজরে পরলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, আটকদের বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্বর্তী সরকার

লিফলেট বিতরণের সময় দুজন গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভারে আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভার স্ট্যান্ডের দিলকুশা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাভারের জ্বালেশ্বর এলাকার ইউসুফ আলী মৃধার ছেলে রুবেল (২৮) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সেমটি গ্রামের মোহাম্মদ মাসুদ খানের ছেলে আলিফ (১৯)। পুলিশ জানায়, গভীর রাতে শেখ মুজিবুর রহমানের পোস্টার এবং লিফলেট বিতরণের চেষ্টা করেন রুবেল ও আলিফ। এসময় সাভার থানার টহল পুলিশের নজরে পরলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, আটকদের বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।