ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

লিটন দাসের হাতের চোট নিয়ে যা জানালেন ইমরুল

  • আপডেট সময় : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ পায় খুলনা। জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় কুমিল্লা। ২১১ রানের লক্ষ্যে ২২ রানে প্রথম উইকেট হারালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরপর মারমুখি হয়ে ওঠে। খুলনার বোলারদের দিশাহারা করে ফেলে রিজওয়ান ও চার্লস। ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান জনসন চার্লস। রিজওয়ান আউট হওয়ার আগে ৩৯ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লার বড় ভরসার নাম ছিল লিটন দাস। এই ব্যাটার শুরুটাও করেছিলেন দারুণ। প্রথম বলেই শফিকুল ইসলামকে হাঁকিয়েছিলেন বাউন্ডারি। কিন্তু পরের বলই লাফিয়ে উঠে লিটনের হাতে লাগে। বাঁহাতি পেসার শফিকের গুড লেন্থের বল হাতে লাগার পর ব্যথায় কাতরাতে থাকেন লিটন। এরপর তাকে ছাড়তে হয় মাঠও। লিটনকে নিয়ে তাই শঙ্কা তৈরি হয়। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে লিটনের আপডেট জানিয়ে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলেছেন, লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লিটন দাসের হাতের চোট নিয়ে যা জানালেন ইমরুল

আপডেট সময় : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া প্রতিবেদক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ পায় খুলনা। জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় কুমিল্লা। ২১১ রানের লক্ষ্যে ২২ রানে প্রথম উইকেট হারালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরপর মারমুখি হয়ে ওঠে। খুলনার বোলারদের দিশাহারা করে ফেলে রিজওয়ান ও চার্লস। ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান জনসন চার্লস। রিজওয়ান আউট হওয়ার আগে ৩৯ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লার বড় ভরসার নাম ছিল লিটন দাস। এই ব্যাটার শুরুটাও করেছিলেন দারুণ। প্রথম বলেই শফিকুল ইসলামকে হাঁকিয়েছিলেন বাউন্ডারি। কিন্তু পরের বলই লাফিয়ে উঠে লিটনের হাতে লাগে। বাঁহাতি পেসার শফিকের গুড লেন্থের বল হাতে লাগার পর ব্যথায় কাতরাতে থাকেন লিটন। এরপর তাকে ছাড়তে হয় মাঠও। লিটনকে নিয়ে তাই শঙ্কা তৈরি হয়। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে লিটনের আপডেট জানিয়ে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলেছেন, লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে।