ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

লিটন-আজিজুলের ফিফটি ছাপিয়ে গাজীর নায়ক বিজয়

  • আপডেট সময় : ০৭:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বিকেএসপির চার নম্বর মাঠে লিটন দাস ও আজিজুল হাকিম তামিমের জোড়া হাফ সেঞ্চুরিকে ম্নান করে দিলেন এনামুল হক বিজয়। আগে ব্যাটিং করে গুলশান ক্রিকেট ক্লাব আজিজুলের ৫৩ ও লিটনের ৮৩ রানে ২৮১ রান করে। জবাবে খেলতে নেমে বিজয়ের অপরাজিত ১৪৪ রানে ১০ বল আগে ৪ উইকেটে জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচসেরা হন বিজয়। মঙ্গলবার গুলশানের দেওয়া ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজীর দুই ওপেনার সাদিকুর রহমান ও বিজয় ১০৬ রানের জুটি গড়েন। সাদিকুর ৪৫ রানে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজীর ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রাখেন বিজয়। শেষ পর্যন্ত ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ১৪২ বলে ১১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। গুলশানের বোলারদের মধ্যে আব্দুল গাফফার, আবু হাসিম ও আমিনুল ইসলাম বিপ্লব প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে গুলশান ৮ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৮৩ রান আসে লিটনের ব্যাট থেকে। ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন বিস্ফোরক এই ইনিংস। এছাড়া আজিজুলের ব্যাট থেকে আসে ৫৩ রান। গাজীর বোলারদের মধ্যে মোহাম্মদ ইলিয়াস সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লিটন-আজিজুলের ফিফটি ছাপিয়ে গাজীর নায়ক বিজয়

আপডেট সময় : ০৭:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: বিকেএসপির চার নম্বর মাঠে লিটন দাস ও আজিজুল হাকিম তামিমের জোড়া হাফ সেঞ্চুরিকে ম্নান করে দিলেন এনামুল হক বিজয়। আগে ব্যাটিং করে গুলশান ক্রিকেট ক্লাব আজিজুলের ৫৩ ও লিটনের ৮৩ রানে ২৮১ রান করে। জবাবে খেলতে নেমে বিজয়ের অপরাজিত ১৪৪ রানে ১০ বল আগে ৪ উইকেটে জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচসেরা হন বিজয়। মঙ্গলবার গুলশানের দেওয়া ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজীর দুই ওপেনার সাদিকুর রহমান ও বিজয় ১০৬ রানের জুটি গড়েন। সাদিকুর ৪৫ রানে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজীর ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রাখেন বিজয়। শেষ পর্যন্ত ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ১৪২ বলে ১১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। গুলশানের বোলারদের মধ্যে আব্দুল গাফফার, আবু হাসিম ও আমিনুল ইসলাম বিপ্লব প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে গুলশান ৮ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৮৩ রান আসে লিটনের ব্যাট থেকে। ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন বিস্ফোরক এই ইনিংস। এছাড়া আজিজুলের ব্যাট থেকে আসে ৫৩ রান। গাজীর বোলারদের মধ্যে মোহাম্মদ ইলিয়াস সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।