ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

লিটনের কাঁধে টি-টোয়েন্টির দায়িত্ব, শান্ত টিকে গেলেন অভিজ্ঞতার ভরসায়

  • আপডেট সময় : ০৮:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

লিটনের কাঁধে টি-টোয়েন্টির দায়িত্ব, শান্ত টিকে গেলেন অভিজ্ঞতার ভরসায়

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে অবশেষে স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস। সম্প্রতি চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় ভারপ্রাপ্ত নেতৃত্বে থাকা লিটনের অধীনেই বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হোয়াইটওয়াশ করেছিল প্রতিপক্ষকে। সে সাফল্যই হয়তো তাকে এনে দিল স্থায়ী নেতৃত্বের স্বীকৃতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিটনকে অন্তত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে। সহ-অধিনায়ক হিসেবে আস্থা রাখা হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান-এর ওপর, যদিও তার দায়িত্ব কেবল সামনের সফর পর্যন্ত।

এই ঘোষণার সঙ্গে একইসঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের দল চূড়ান্ত হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয়-অফফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত দলে টিকে গেছেন। যদিও নেতৃত্ব হারিয়েছেন তিনি, তবে নির্বাচকরা তাঁকে স্কোয়াডে রেখেছেন “অভিজ্ঞতা”র কারণ দেখিয়ে। শান্তর টি-টোয়েন্টি পরিসংখ্যান বরাবরই প্রশ্নের মুখে। এখন পর্যন্ত ৪৯ ম্যাচে তার গড় মাত্র ২২.৮৫ এবং স্ট্রাইক রেট মাত্র ১০৮.৩৫। সর্বশেষ বিপিএলে মাত্র ৫৬ রান করেন ৫ ইনিংসে। এমন পারফরম্যান্সে দলে থাকা নিয়েই উঠছে প্রশ্ন। তবুও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, টিম কম্বিনেশনে ভারসাম্য রাখতে এবং অভিজ্ঞতা কাজে লাগাতে শান্তকে দলে রাখা হয়েছে।

এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করায় সুযোগ পেয়েছেন। চোট এবং ব্যক্তিগত কারণে দলে না থাকা তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম আবার ফিরেছেন। বিশেষ করে হার্ড হিটার হৃদয়ের ফেরা বাংলাদেশের মিডল অর্ডারে জোর বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

এই সিরিজের জন্য বাদ পড়েছেন চারজন- মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, এবং তরুণ পেসার রিপন মন্ডল। নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, রিপনকে গত সিরিজে নেওয়া হয়েছিল মূলত অভিজ্ঞতা অর্জনের জন্য, বাস্তবিক খেলার উদ্দেশ্যে নয়। এদিকে চোটের কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন তাসকিন আহমেদ, যিনি পেস আক্রমণে বাংলাদেশের বড় ভরসা। তবে আগামী সিরিজগুলোতে তাকে ফেরত পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

লিটনের সাম্প্রতিক ফর্ম অবশ্য খুব একটা অনুপ্রেরণাদায়ী নয়। সর্বশেষ সিরিজে ৩ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৭ রান। গত ২৪ ইনিংসে তিনি ফিফটি পেয়েছেন মাত্র একবার। তবুও নেতৃত্বে তার ঠা-া মাথা, ম্যাচ রিডিংয়ের ক্ষমতা এবং দলের সঙ্গে দীর্ঘ দিনের সংযুক্তির কারণে নির্বাচকরা তার ওপর আস্থা রেখেছেন। বিশ্লেষকেরা মনে করছেন, শান্তর মতো একজন তরুণ ব্যাটার যখন ব্যাটিং ফর্মে ভুগছেন এবং নেতৃত্ব থেকেও নিজে সরে এসেছেন, তখন লিটন হতে পারেন একটা কার্যকর বিকল্প, যিনি অন্তত নেতৃত্বে স্থিতিশীলতা আনতে পারেন। বাংলাদেশ দল আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শারজাহতে। এরপর পাকিস্তান সফরে যাবে, যেখানে ২৫ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
বাদ: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, রিপন মন্ডল।
চোট: তাসকিন আহমেদ।
নতুন: নাহিদ রানা।
ফেরা: তাওহিদ হৃদয়, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লিটনের কাঁধে টি-টোয়েন্টির দায়িত্ব, শান্ত টিকে গেলেন অভিজ্ঞতার ভরসায়

আপডেট সময় : ০৮:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে অবশেষে স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস। সম্প্রতি চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় ভারপ্রাপ্ত নেতৃত্বে থাকা লিটনের অধীনেই বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হোয়াইটওয়াশ করেছিল প্রতিপক্ষকে। সে সাফল্যই হয়তো তাকে এনে দিল স্থায়ী নেতৃত্বের স্বীকৃতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিটনকে অন্তত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে। সহ-অধিনায়ক হিসেবে আস্থা রাখা হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান-এর ওপর, যদিও তার দায়িত্ব কেবল সামনের সফর পর্যন্ত।

এই ঘোষণার সঙ্গে একইসঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের দল চূড়ান্ত হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয়-অফফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত দলে টিকে গেছেন। যদিও নেতৃত্ব হারিয়েছেন তিনি, তবে নির্বাচকরা তাঁকে স্কোয়াডে রেখেছেন “অভিজ্ঞতা”র কারণ দেখিয়ে। শান্তর টি-টোয়েন্টি পরিসংখ্যান বরাবরই প্রশ্নের মুখে। এখন পর্যন্ত ৪৯ ম্যাচে তার গড় মাত্র ২২.৮৫ এবং স্ট্রাইক রেট মাত্র ১০৮.৩৫। সর্বশেষ বিপিএলে মাত্র ৫৬ রান করেন ৫ ইনিংসে। এমন পারফরম্যান্সে দলে থাকা নিয়েই উঠছে প্রশ্ন। তবুও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, টিম কম্বিনেশনে ভারসাম্য রাখতে এবং অভিজ্ঞতা কাজে লাগাতে শান্তকে দলে রাখা হয়েছে।

এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করায় সুযোগ পেয়েছেন। চোট এবং ব্যক্তিগত কারণে দলে না থাকা তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম আবার ফিরেছেন। বিশেষ করে হার্ড হিটার হৃদয়ের ফেরা বাংলাদেশের মিডল অর্ডারে জোর বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

এই সিরিজের জন্য বাদ পড়েছেন চারজন- মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, এবং তরুণ পেসার রিপন মন্ডল। নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, রিপনকে গত সিরিজে নেওয়া হয়েছিল মূলত অভিজ্ঞতা অর্জনের জন্য, বাস্তবিক খেলার উদ্দেশ্যে নয়। এদিকে চোটের কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন তাসকিন আহমেদ, যিনি পেস আক্রমণে বাংলাদেশের বড় ভরসা। তবে আগামী সিরিজগুলোতে তাকে ফেরত পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

লিটনের সাম্প্রতিক ফর্ম অবশ্য খুব একটা অনুপ্রেরণাদায়ী নয়। সর্বশেষ সিরিজে ৩ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৭ রান। গত ২৪ ইনিংসে তিনি ফিফটি পেয়েছেন মাত্র একবার। তবুও নেতৃত্বে তার ঠা-া মাথা, ম্যাচ রিডিংয়ের ক্ষমতা এবং দলের সঙ্গে দীর্ঘ দিনের সংযুক্তির কারণে নির্বাচকরা তার ওপর আস্থা রেখেছেন। বিশ্লেষকেরা মনে করছেন, শান্তর মতো একজন তরুণ ব্যাটার যখন ব্যাটিং ফর্মে ভুগছেন এবং নেতৃত্ব থেকেও নিজে সরে এসেছেন, তখন লিটন হতে পারেন একটা কার্যকর বিকল্প, যিনি অন্তত নেতৃত্বে স্থিতিশীলতা আনতে পারেন। বাংলাদেশ দল আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শারজাহতে। এরপর পাকিস্তান সফরে যাবে, যেখানে ২৫ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
বাদ: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, রিপন মন্ডল।
চোট: তাসকিন আহমেদ।
নতুন: নাহিদ রানা।
ফেরা: তাওহিদ হৃদয়, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত।