ক্রীড়া ডেস্ক : ফ্রান্সের লিগ ওয়ানকে সহজ একটি লিগ ভাবেন অনেকে। সেই লিগের দল পিএসজিতে এক মৌসুম কাটিয়ে ফেলেছেন লিওনেল মেসি। প্রথম আসরটা ভালো কাটেনি সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার। গোটা মৌসুমে লিগে মোট ছয়টি গোল করতে পেরেছেন এই আর্জেন্টাইন তারকা। এই লিগে খেলাটা যে সহজ নয় সেটা জানালেন পিএসজিতে মেসির সতীর্থ মার্কো ভেরাত্তি।
ইতালিয়ান তারকা ভেরাত্তি কথা বলেছেন পিএসজির অফিশিয়াল ওয়েবসাইটে। তাঁর চোখে লিগ ওয়ান একটি কঠিন লিগ, ‘বাইরে থেকে অনেকেই মনে করে লিগ জেতা খুবই সহজ। তারা মনে করে, এখানে মাঠে নামার আগেই জয় নিশ্চিত হয়ে যায়। কিন্তু বিষয়টা এমন নয়। এখানে জিততে হলে কঠোর পরিশ্রম করতে হয়। যদি আপনি (লিগ জিতলেও) প্রশংসা করতে না পারেন, তাহলে আপনি কোনো কিছুতেই প্রশংসা করতে পারবেন না।’ ফরাসি ক্লাব পিএসজির প্রতি কৃতজ্ঞ ভেরাত্তি, ‘এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। এ জন্য আমি আজীবন ক্লাবটিকে সম্মান করে যাব। এই শহরও (প্যারিস) আমাকে অনেক কিছু দিয়েছে। যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন কৃতজ্ঞ হওয়া দরকার। দেখা হলে কোনো খেলোয়াড় যখন বলে যে, আমার সঙ্গে খেলতে পেরে সে খুশি, তখন সেটা আমাকে স্পর্শ করে, আমাকে সুখী করে তোলে। ’
লিগ ওয়ানে খেলা সহজ নয় : মার্কো ভেরাত্তি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























