ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

লিগে দুর্দান্ত শুরুর পর ফেডারেশন কাপে ছন্নছাড়া মোহামেডান

  • আপডেট সময় : ০৮:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করেছিল মোহামেডান। নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়েছিল ১০ জনের দল নিয়ে। সেই মোহামেডান ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই হেরে গেলো। তাও পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের কাছে। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ছন্নছাড়া মোহামেডান হেরে গেছে ১-০ গোলে। গতবারের রানার্সআপ দলটি শুরুতেই বড় ধাক্কা খেলো ফেডারেশন কাপে। নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। রহমতগঞ্জ সাদাকালোদের ওপর ছড়িয়ে ঘুরিয়েছে পুরো ম্যাচেই। তাদের খেলাই বেশি নজর কেড়েছে। অধিনায়ক সোলেমান দিয়াবাতে খেলেননি এ ম্যাচে।
অধিনায়কের অনুপস্থিতি টের পেয়েছে গতবার তিনটিতে রানার্সআপ হওয়া দলটি। দিয়াবাতে না থাকায় মোহামেডানের আক্রমণভাগে দুর্বলতা ছিল স্পষ্ট। আক্রমণভাগে যারা ছিলেন সেই ঘানার আরনেস্ট বোয়েটাং, আলমগীর কবির রানা, মিনহাজুর রাকিব আর মোজাফফররা সুবিধা করতে পারেননি। গোল আদায়ের মতো সুযোগ সেভাবে তৈরি করতে পারেননি রহমতগঞ্জের জমাট রক্ষণের কারণে। গোল করতে পারেনি মোহামেডান, রক্ষণও ছিল নড়বড়ে। যদিও রহমতগঞ্জকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। রাজন হালদার বক্সের মধ্যে একটা কাটব্যাক করেছিলেন। মোহামেডানের রক্ষণে বাধা পেয়ে বল আবার ফিরে আসবে রাজনের কাছে কেউ বুঝতে পারেননি। দ্বিতীয়বার সুযোগ গাতছাড়া করেননি রাজন, কোনাকুনি শটে কাঁপিয়ে দেন সাদাকালোদের জাল। রহমতগঞ্জ ব্যবধান বাড়ানোর সুযোগ হারিয়েছে কয়েকবার। গোল শোধ করতে না পারা মোহামেডান বিপদ ডেকে আনে ১০ জনের দলে পরিণত হয়ে। ৮৫ মিনিটে রহমতগঞ্জের মিসরীয় ফুটবলার মোস্তফার মুখে চড় মেরে সরাসরি লাল কার্ড দেখেন মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হোসেন শান্ত।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

লিগে দুর্দান্ত শুরুর পর ফেডারেশন কাপে ছন্নছাড়া মোহামেডান

আপডেট সময় : ০৮:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করেছিল মোহামেডান। নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়েছিল ১০ জনের দল নিয়ে। সেই মোহামেডান ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই হেরে গেলো। তাও পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের কাছে। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ছন্নছাড়া মোহামেডান হেরে গেছে ১-০ গোলে। গতবারের রানার্সআপ দলটি শুরুতেই বড় ধাক্কা খেলো ফেডারেশন কাপে। নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। রহমতগঞ্জ সাদাকালোদের ওপর ছড়িয়ে ঘুরিয়েছে পুরো ম্যাচেই। তাদের খেলাই বেশি নজর কেড়েছে। অধিনায়ক সোলেমান দিয়াবাতে খেলেননি এ ম্যাচে।
অধিনায়কের অনুপস্থিতি টের পেয়েছে গতবার তিনটিতে রানার্সআপ হওয়া দলটি। দিয়াবাতে না থাকায় মোহামেডানের আক্রমণভাগে দুর্বলতা ছিল স্পষ্ট। আক্রমণভাগে যারা ছিলেন সেই ঘানার আরনেস্ট বোয়েটাং, আলমগীর কবির রানা, মিনহাজুর রাকিব আর মোজাফফররা সুবিধা করতে পারেননি। গোল আদায়ের মতো সুযোগ সেভাবে তৈরি করতে পারেননি রহমতগঞ্জের জমাট রক্ষণের কারণে। গোল করতে পারেনি মোহামেডান, রক্ষণও ছিল নড়বড়ে। যদিও রহমতগঞ্জকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। রাজন হালদার বক্সের মধ্যে একটা কাটব্যাক করেছিলেন। মোহামেডানের রক্ষণে বাধা পেয়ে বল আবার ফিরে আসবে রাজনের কাছে কেউ বুঝতে পারেননি। দ্বিতীয়বার সুযোগ গাতছাড়া করেননি রাজন, কোনাকুনি শটে কাঁপিয়ে দেন সাদাকালোদের জাল। রহমতগঞ্জ ব্যবধান বাড়ানোর সুযোগ হারিয়েছে কয়েকবার। গোল শোধ করতে না পারা মোহামেডান বিপদ ডেকে আনে ১০ জনের দলে পরিণত হয়ে। ৮৫ মিনিটে রহমতগঞ্জের মিসরীয় ফুটবলার মোস্তফার মুখে চড় মেরে সরাসরি লাল কার্ড দেখেন মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হোসেন শান্ত।