ক্রীড়া ডেস্ক: লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের দারুণ জয় পেলেও নতুন করে চোট ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগামেন্ট ছিঁড়ে গেছে এদের মিলিতাওর। ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে এখন অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে। যার জন্য মাঠের বাইরে থাকতে পারেন ৯ মাসের মতো! মিলিতাওর চোট রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ হয়েই এসেছে। একই দিন চোট পেয়ে মাঠ ছেড়েছেন লুকাস ভেসকেস ও ফরোয়ার্ড রদ্রিগো। এই অবস্থা রক্ষণের রসদ নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। কারণ এরই মধ্যে ছিটকে গেছেন দানি কারভাহাল, থিবো কুর্তোয়া, অরেলিয়েঁ চুয়ামেনি ও ডেভিড আলাবা। ওসাসুনার বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই চোট পান মিলিতাও। তাৎক্ষণিকভাবে মাঠ ছেড়ে যান তিনি। এদিন প্রথমার্ধেই তিনটি চোটের ঘটনা ঘটে রিয়াল শিবিরে। যা নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘প্রথমার্ধেই তিন ইনজুরি, যা সত্যিই অদ্ভুত। ঠাসা সূচিতে আসলে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ নেই। তারা ক্লান্স হয়ে ম্যাচ খেলতে যায়। যার জন্য ইনজুরির ঝুঁকি থাকে অনেক।’


























