ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

লিংকডইনের প্রশিক্ষণে ব্যক্তিগত মেসেজ ব্যবহার

  • আপডেট সময় : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে প্রশিক্ষণ দিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ব্যবহারের অভিযোগে লিংকডইনের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।
লিংকডইন প্রিমিয়াম ব্যবহারকারীদের পক্ষ থেকে দায়ের করা এই মামলায় অভিযোগ উঠেছে, বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণ দিতে তাদের ব্যক্তিগত মেসেজ অন্যান্য কোম্পানির সঙ্গে শেয়ারও করেছে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মটি।

মামলায় অভিযোগ, গত বছরের অগাস্টে ‘নীরবে’ এক প্রাইভেসি সেটিং চালু করে বিশ্বের অন্যতম পেশাদার সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটটি, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের এমন এক প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে, যেটি বিভিন্ন থার্ড পার্টিকে এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার অনুমতি দিয়েছে।

মামলায় অভিযোগ উঠেছে, মাইক্রোসফটের মালিকানাধীন এ কোম্পানিটি এক মাস পরে তাদের প্রাইভেসি নীতি পরিবর্তন করে ওই পদক্ষেপ গোপন করে বলেছে, এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর তথ্য প্রকাশ করা যেতে পারে।
এদিকে লিংকডইনের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘এসব দাবি মিথ্যা; যার কোনো ভিত্তি নেই। এক লিংকডইন প্রিমিয়াম ব্যবহারকারী এ ঘটনার শিকার সবার পক্ষে মামলাটি করেছেন ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে।

মামলায় যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল স্টোরড কমিউনিকেশনস অ্যাক্ট’ লঙ্ঘনের পাশাপাশি চুক্তি ভঙ্গ ও ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেক ব্যবহারকারীকে এক হাজার ডলার করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে লিংকডইনের বিরুদ্ধে।
গত বছর ব্যবহারকারীদের কাছে পাঠানো এক ইমেইলে লিংকডইন জানায়, যুক্তরাজ্য, ইউরোপিয়ান অর্থনৈতিক অঞ্চল ও সুইজারল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনে ব্যবহারকারীদের ডেটা অন্য কোথাও শেয়ার করেনি তারা।

বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে লিংকডইনের, যার প্রায় এক চতুর্থাংশই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৩ সালে প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে একশ ৭০ কোটি ডলার আয় করেছে কোম্পানিটি।
প্লাটফর্মটিতে আরও এআই ফিচার যোগ করার কারণে তাদের প্রিমিয়াম গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়ছে বলেও জানায় লিংকডইন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লিংকডইনের প্রশিক্ষণে ব্যক্তিগত মেসেজ ব্যবহার

আপডেট সময় : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে প্রশিক্ষণ দিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ব্যবহারের অভিযোগে লিংকডইনের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।
লিংকডইন প্রিমিয়াম ব্যবহারকারীদের পক্ষ থেকে দায়ের করা এই মামলায় অভিযোগ উঠেছে, বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণ দিতে তাদের ব্যক্তিগত মেসেজ অন্যান্য কোম্পানির সঙ্গে শেয়ারও করেছে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মটি।

মামলায় অভিযোগ, গত বছরের অগাস্টে ‘নীরবে’ এক প্রাইভেসি সেটিং চালু করে বিশ্বের অন্যতম পেশাদার সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটটি, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের এমন এক প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে, যেটি বিভিন্ন থার্ড পার্টিকে এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার অনুমতি দিয়েছে।

মামলায় অভিযোগ উঠেছে, মাইক্রোসফটের মালিকানাধীন এ কোম্পানিটি এক মাস পরে তাদের প্রাইভেসি নীতি পরিবর্তন করে ওই পদক্ষেপ গোপন করে বলেছে, এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর তথ্য প্রকাশ করা যেতে পারে।
এদিকে লিংকডইনের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘এসব দাবি মিথ্যা; যার কোনো ভিত্তি নেই। এক লিংকডইন প্রিমিয়াম ব্যবহারকারী এ ঘটনার শিকার সবার পক্ষে মামলাটি করেছেন ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে।

মামলায় যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল স্টোরড কমিউনিকেশনস অ্যাক্ট’ লঙ্ঘনের পাশাপাশি চুক্তি ভঙ্গ ও ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেক ব্যবহারকারীকে এক হাজার ডলার করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে লিংকডইনের বিরুদ্ধে।
গত বছর ব্যবহারকারীদের কাছে পাঠানো এক ইমেইলে লিংকডইন জানায়, যুক্তরাজ্য, ইউরোপিয়ান অর্থনৈতিক অঞ্চল ও সুইজারল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনে ব্যবহারকারীদের ডেটা অন্য কোথাও শেয়ার করেনি তারা।

বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে লিংকডইনের, যার প্রায় এক চতুর্থাংশই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৩ সালে প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে একশ ৭০ কোটি ডলার আয় করেছে কোম্পানিটি।
প্লাটফর্মটিতে আরও এআই ফিচার যোগ করার কারণে তাদের প্রিমিয়াম গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়ছে বলেও জানায় লিংকডইন।