ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লাশটি কার?

  • আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গলায় রশি বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় ২৩ দিনেও মেলেনি। পুলিশ বলছে, উদ্ধার হওয়া লাশের আনুমানিক বয়স ছিল ১৭ বছর। গলায় রশি বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। জানা গেছে, গত ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইছাখালীর উত্তর ঘাটচেক পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত কিশোরের লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের পরনে ছিল জিন্সের প্যান্ট আর কালো শার্ট। লাশের দেহে কোনও ক্ষত চিহ্ন ছিল না। তবে লাশের গলায় রশি দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা, ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানার এসআই আবু সাইদ বাদী হয়ে হত্যা মামলা করেন। অজ্ঞাতদের আসামি করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকী বলেন, উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের সন্ধানে এখনও কেউ আসেনি। আমরা লাশের ছবি এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কেউ লাশের দাবি করলে তার ডিএনএ পরীক্ষা করে দেখা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লাশটি কার?

আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গলায় রশি বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় ২৩ দিনেও মেলেনি। পুলিশ বলছে, উদ্ধার হওয়া লাশের আনুমানিক বয়স ছিল ১৭ বছর। গলায় রশি বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। জানা গেছে, গত ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইছাখালীর উত্তর ঘাটচেক পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত কিশোরের লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের পরনে ছিল জিন্সের প্যান্ট আর কালো শার্ট। লাশের দেহে কোনও ক্ষত চিহ্ন ছিল না। তবে লাশের গলায় রশি দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা, ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানার এসআই আবু সাইদ বাদী হয়ে হত্যা মামলা করেন। অজ্ঞাতদের আসামি করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকী বলেন, উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের সন্ধানে এখনও কেউ আসেনি। আমরা লাশের ছবি এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কেউ লাশের দাবি করলে তার ডিএনএ পরীক্ষা করে দেখা হবে।