ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

লায়নের থাবায় এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট সময় : ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আগের দিন চোয়ালবদ্ধ লড়াইয়ের যে ছবি মেলে ধরেছিল ওয়েস্ট ইন্ডিজ, শেষ দিনে তা মলিন হয়ে গেল ক্রমেই। অধিনায়ক প্যাট কামিন্সকে হারিয়ে খর্বশক্তির হয়ে পড়ার বোলিং আক্রমণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ন্যাথান লায়ন। অভিজ্ঞ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ল ক্যারিবিয়ান ব্যাটিং। বড় জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের শেষ দিনে লড়াই জমাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। দিনের দ্বিতীয় সেশনেই অস্ট্রেলিয়া জিতে গেল ১৬৪ রানে। আরও এক ধাপ এগিয়ে গেল তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে। ৩ উইকেটে ১৯২ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত অলআউট ৩৩৩ রানে। ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার শেষের নায়ক লায়ন। এই নিয়ে ২১ বার টেস্ট ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। ৪৪৬ উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়িয়ে আপাতত এখন টেস্ট ইতিহাসের অষ্টম সফলতম বোলার এই ৩৫ বছর বয়সী স্পিনার। এ দিন মাঠে নামলেও চোটের কারণে বল করতে পারেননি কামিন্স। লায়ন নিশ্চিত করেন, অধিনায়ক না থাকলেও সমস্যায় পড়তে হয়নি দলকে। আগের দিন শেষ বিকেলে জার্মেইন ব্ল্যাকউডকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একটি ধাক্কা দিয়েছিলেন লায়ন। শেষ দিনে রোববার সকালে ক্যারিবিয়ানদের আরও বড় ধাক্কা দেন তিনি ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফিরিয়ে।
ওয়েস্ট ইন্ডিজ তার সেঞ্চুরির পথে দারুণভাবে সামলে নিচ্ছিলেন লায়নকে। কিন্তু ১০১ রানে দিন শুরু করা ব্যাটসম্যান থেমে যান ১১০ রানেই। একটু জোরের ওপর করা ডেলিভারিতে বল গ্রিপ করে টার্ন করে ছোবল দেয় স্টাম্পে। ব্র্যাথওয়েটের আগেই অবশ্য লায়ন ফেরান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান কাইল মেয়ার্সকে। তার বাড়তি বাউন্স ও টার্নে ভুগতে থাকে একের পর এক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। লায়নে উজ্জীবিত হয়ে অনিয়মিত স্পিনার ট্রাভিস হেড আউট করে দেন জেসন হোল্ডারকে। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন স্টিভেন স্মিথ। এরপর দ্বিতীয় নতুন বলে যখন জশুয়া দা সিলভাবে ফেরান জশ হেইজেলউড, ওয়েস্ট ইন্ডিজের পরাজয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। হারের দুয়ারে দাঁড়িয়ে খানিকটা লড়াই করেন রোস্টন চেইস ও আলজারি জোসেফ। অষ্টম উইকেটে ৭২ রানের জুটি গড়েন দুজন। ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করা জোসেফকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হেড। এরপর আবার লায়নের পালা। ৫৫ রানে চেইসকে থামিয়ে পূর্ণ করেন তিনি পাঁচ উইকেট। পরের বলেই কেমার রোচকে ফিরিয়ে তিনি শেষ করে দেন ম্যাচ। ম্যাচে ৮ উইকেট নিয়ে শেষ করলেন লায়ন। তবে দুই ইনিংসের সেঞ্চুরিতে ম্যাচের সেরা মার্নাস লাবুশেন। সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেইডে, বৃহস্পতিবার থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৯৮/৪ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৮২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৮২/২ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৪৯৮, আগের দিন ১৯২/৩) ১১০.৫ ওভারে ৩৩৩ (ব্র্যাথওয়েট ১১০, মেয়ার্স ১০, হোল্ডার ৩, জশুয়া ১২, চেইস ৫৫, জোসেফ ৪৩, সিলস ৫*, রোচ ০; স্টার্ক ২৩-৪-৬৫-১, হেইজেলউড ২২-৮-৫২-১, লায়ন ৪২.৫-১০-১২৮-৬, গ্রিন ১৩-২-৪৫-০, লাবুশেণ ২-০-৯-০, হেড ৮-১-২৫-২)।
ফল: অস্ট্রেলিয়া ১৬৪ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: মার্নাস লাবুশেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লায়নের থাবায় এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : আগের দিন চোয়ালবদ্ধ লড়াইয়ের যে ছবি মেলে ধরেছিল ওয়েস্ট ইন্ডিজ, শেষ দিনে তা মলিন হয়ে গেল ক্রমেই। অধিনায়ক প্যাট কামিন্সকে হারিয়ে খর্বশক্তির হয়ে পড়ার বোলিং আক্রমণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ন্যাথান লায়ন। অভিজ্ঞ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ল ক্যারিবিয়ান ব্যাটিং। বড় জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের শেষ দিনে লড়াই জমাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। দিনের দ্বিতীয় সেশনেই অস্ট্রেলিয়া জিতে গেল ১৬৪ রানে। আরও এক ধাপ এগিয়ে গেল তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে। ৩ উইকেটে ১৯২ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত অলআউট ৩৩৩ রানে। ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার শেষের নায়ক লায়ন। এই নিয়ে ২১ বার টেস্ট ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। ৪৪৬ উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়িয়ে আপাতত এখন টেস্ট ইতিহাসের অষ্টম সফলতম বোলার এই ৩৫ বছর বয়সী স্পিনার। এ দিন মাঠে নামলেও চোটের কারণে বল করতে পারেননি কামিন্স। লায়ন নিশ্চিত করেন, অধিনায়ক না থাকলেও সমস্যায় পড়তে হয়নি দলকে। আগের দিন শেষ বিকেলে জার্মেইন ব্ল্যাকউডকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একটি ধাক্কা দিয়েছিলেন লায়ন। শেষ দিনে রোববার সকালে ক্যারিবিয়ানদের আরও বড় ধাক্কা দেন তিনি ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফিরিয়ে।
ওয়েস্ট ইন্ডিজ তার সেঞ্চুরির পথে দারুণভাবে সামলে নিচ্ছিলেন লায়নকে। কিন্তু ১০১ রানে দিন শুরু করা ব্যাটসম্যান থেমে যান ১১০ রানেই। একটু জোরের ওপর করা ডেলিভারিতে বল গ্রিপ করে টার্ন করে ছোবল দেয় স্টাম্পে। ব্র্যাথওয়েটের আগেই অবশ্য লায়ন ফেরান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান কাইল মেয়ার্সকে। তার বাড়তি বাউন্স ও টার্নে ভুগতে থাকে একের পর এক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। লায়নে উজ্জীবিত হয়ে অনিয়মিত স্পিনার ট্রাভিস হেড আউট করে দেন জেসন হোল্ডারকে। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন স্টিভেন স্মিথ। এরপর দ্বিতীয় নতুন বলে যখন জশুয়া দা সিলভাবে ফেরান জশ হেইজেলউড, ওয়েস্ট ইন্ডিজের পরাজয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। হারের দুয়ারে দাঁড়িয়ে খানিকটা লড়াই করেন রোস্টন চেইস ও আলজারি জোসেফ। অষ্টম উইকেটে ৭২ রানের জুটি গড়েন দুজন। ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করা জোসেফকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হেড। এরপর আবার লায়নের পালা। ৫৫ রানে চেইসকে থামিয়ে পূর্ণ করেন তিনি পাঁচ উইকেট। পরের বলেই কেমার রোচকে ফিরিয়ে তিনি শেষ করে দেন ম্যাচ। ম্যাচে ৮ উইকেট নিয়ে শেষ করলেন লায়ন। তবে দুই ইনিংসের সেঞ্চুরিতে ম্যাচের সেরা মার্নাস লাবুশেন। সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেইডে, বৃহস্পতিবার থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৯৮/৪ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৮২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৮২/২ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৪৯৮, আগের দিন ১৯২/৩) ১১০.৫ ওভারে ৩৩৩ (ব্র্যাথওয়েট ১১০, মেয়ার্স ১০, হোল্ডার ৩, জশুয়া ১২, চেইস ৫৫, জোসেফ ৪৩, সিলস ৫*, রোচ ০; স্টার্ক ২৩-৪-৬৫-১, হেইজেলউড ২২-৮-৫২-১, লায়ন ৪২.৫-১০-১২৮-৬, গ্রিন ১৩-২-৪৫-০, লাবুশেণ ২-০-৯-০, হেড ৮-১-২৫-২)।
ফল: অস্ট্রেলিয়া ১৬৪ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: মার্নাস লাবুশেন।