নিজস্ব প্রতিবেদক: লায়ন্স ক্লাব ঢাকা নর্থের উদ্যোগে বিশ্ব সেবা সপ্তাহ অক্টোবর ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিনামূল্যে দুস্থদের ডায়াবেটিসসহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ২ নম্বর রোডে সকাল সাড়ে ৭টায় এসব কর্মসূচি পালন করা হয়।
ওই স্বাস্থ্য সেবা অনুষ্ঠানে শতাধিক দুস্থ নারী ও পুরুষের ডায়বেটিক এবং রক্তচাপ পরীক্ষাসহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এছাড়া শিশুদের মাঝে চাইল্ডহুড ক্যানসারের ওপর সচেতনতা বৃদ্ধিতে প্রচার চালানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়নস ক্লাব অফ ঢাকা গ্লোরিয়াসের ডায়নামিক প্রেসিডেন্ট লায়ন আতোয়ার হোসন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছিলেন লায়ন্স ক্লাব অফ ঢাকা নর্থ জেলা ৩১৫এ১ বাংলাদেশের (২০২৪-২৫) প্রেসিডেন্ট লায়ন মো. আসাদুজ্জামান মনির, ক্লাব অফ ঢাকা নর্থ জেলা ৩১৫এ১, লায়ন্স ক্লাব অফ ঢাকা নর্থ জেলা ৩১৫এ১ বাংলাদেশের (২০২৪-২৫) সেক্রেটারি লায়ন মো. হায়দার আলী, খান মুহ. আশরাফুল আলম, বাবু প্রমুখ।