প্রত্যাশা ডেস্ক: চীনা সীমান্তবর্তী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে রাজ্য মর্যাদার দাবিতে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে ইঞ্জিনিয়ার, গবেষক ও অধিকারকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। এই আইনে জামিনের কোনও সুযোগ ছাড়াই অনির্দিষ্ট সময়ের জন্য আটক রাখার ব্যবস্থা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনাম ওয়াংচুককে গ্রেপ্তারের পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
গত বুধবার বুধবার সকালে লাদাখকে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে কমপ্লিট শাটডাউনের কর্মসূচিতে লেহ শহরের রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারী। এসময় স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আরও প্রায় ৯০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এছাড়াও সংঘর্ষের সময় একটি পুলিশের গাড়ি আগুন দেওয়া হয়। এছাড়াও ক্ষমতাসীন দল বিজেপির একটি অফিসেও হামলা চালায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।
তবে গত ১০ সেপ্টেম্বর থেকেই চারদফা দাবিতে অনশন করছিলেন অধিকারকর্মী সোনম ওয়াংচুকসহ ১৫ জন। সেই দাবির মধ্যে ছিল, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, চাকরিতে সংরক্ষণ চালু করতে হবে, লেহ ও কার্গিলকে নিয়ে একটি লোকসভা আসন করতে হবে। বিক্ষোভ ছড়িয়ে পড়লে অনশনভঙ্গ করে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামে চলে যান ওয়াংচুক।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ওয়াচুংক উসকানিমূলক বক্তৃতা দিলে জনতা অনশনস্থন থেকে বেরিয়ে রাজনৈতিক দলের অফিস আক্রমণ করে, তারা সরকারি অফিসেও হামলা করে। তারা তিনটি অফিসে আগুন ধরিয়ে দেয়। পুলিশের গাড়ি ভাঙে। ৩০ জনের বেশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কর্মী আহত হয়েছে। পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। দুর্ভাগ্যজনকভাবে কয়েকজনের মৃত্যু হয়।
এদিকে বিক্ষোভ সহিংসতার পরই বৃহস্পতিবার ওয়াংচুকের অলাভজনক প্রতিষ্ঠান স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (এসইসিএমওএল)-এর নিবন্ধন বাতিল করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, নিয়ম না মেনে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল সংগঠনটি।
এ নিয়ে শুক্রবার দুপুর আড়াইটায় ওয়াংচুকের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার আগেই লাদাখ পুলিশের ডিজিপি এসডি সিং জামওয়ালের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে অশান্তির আশঙ্কায় লেহ-তে ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।
যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক। সেই সঙ্গে দাবি করেছেন, আন্দোলন দমাতে তাঁকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, তার প্রতিষ্ঠান বিদেশ থেকে কোনো অর্থ আনত না। তবে জাতিসংঘ, সুইস এবং ইতালীয় বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বাণিজ্যিক লেনদেন করেছেন। যেগুলোর সব ট্যাক্সও তারা প্রদান করেছেন।
প্রসঙ্গত, ভারতের ব্যাপক জনপ্রিয় চলচিত্র ‘থ্রি ইডিয়টসে’ আমির খানের করা চরিত্রের বাস্তব ব্যক্তি সোনাম ওয়াংচুক। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজের জন্য ২০১৮ সালে রামোন মাগাসারে পুরস্কার জেতেন তিনি।
সূত্র: এনডিটিভি
ওআ/আপ্র/২৬/০৯/২০২৫