আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে অস্থিরতা এবং চীনের সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে ১৩তম বৈঠকে বসার আশা প্রকাশ করেছে ভারত। দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে গতকাল শনিবার বলেন, লাদাখ সীমান্তে আবারও সেনা মোতায়েন করেছে চীন, যা উদ্বেগের বিষয়। গত ছয় মাস ধরে লাদাখের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, পূর্ব লাদাখে উল্লেখযোগ্য হারে সেনা মোতায়েন করেছে চীন। অবশ্যই সেখানে উত্তেজনা বিরাজ করছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির ওপর নির্ভর করেই আমরা এগোচ্ছি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। ভারতের সেনাপ্রধান বলেন, আমরা আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান করতে পারি। আমি আশাবাদী যে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের ১৩তম বৈঠকে আমরা একটি ঐক্যমতে পৌঁছাতে পারবো।
এক বছরের বেশি সময় ধরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বছর জুনে সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন।
লাদাখে ফের চীনের সেনা মোতায়েন, সতর্ক ভারত
ট্যাগস :
লাদাখে ফের চীনের সেনা মোতায়েন
জনপ্রিয় সংবাদ