ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

লাকী আখান্দের সুর করা শেষ গান রন্টির কণ্ঠে

  • আপডেট সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : প্রয়াত কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ জীবনের শেষ সময় অব্দি গানের সঙ্গেই যুক্ত ছিলেন। এমনকি হাসপাতালের বেডে শুয়েও গেয়েছিলেন গান। তার অমর সৃষ্টিগুলো এখনো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে। এই কিংবদন্তির সর্বশেষ সুর এবার গান হয়ে আসছে। যেখানে কণ্ঠ দিয়েছেন রন্টি দাস। গানটি লিখেছেন সেজান মাহমুদ। সংগীতায়োজন করেছেন আশিকুজ্জামান টুলু। ‘আমি একা হলেই বুঝি’ শীর্ষক গানটির বিষয়ে নিশ্চিত করেছেন গায়িকা রন্টি। তিনি বলেন, এটা মূলত সেজান মাহমুদ ভাইয়ের প্রজেক্ট। তার সঙ্গে পরিচয় হয়েছিল গত বছর। একটি সাক্ষাৎকারে তিনি আমার গান শুনেছিলেন। এরপর নিজ থেকে আমাকে এই গানটির কথা জানান। যেহেতু লাকী স্যারের শেষ সুর, তাই আমি দারুণ আগ্রহ নিয়ে গানটি করেছি। এ সপ্তাহের মধ্যেই স্টুডিও ভার্সন ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে। রন্টি বলেন, ২০০৬ সালে আমি যখন ক্লোজআপ ওয়ানে ছিলাম, তখন শুরুর দিকে আমাদের একটি পিয়ানো রাউন্ড ছিল। সেই রাউন্ডে আমি লাকী স্যারের সুরে সামিনা চৌধুরী ম্যামের ‘কবিতা পড়ার প্রহর’ গানটি গেয়েছিলাম। তখন লাকী স্যার নিজেই আমাকে গানটি তুলে দিয়েছিলেন। সেই স্মৃতি এখনো জ্বলজ্বল করে মনে। আমি আসলে ভাগ্যবান যে, এই সময়ে এসে তার শেষ সুর করা গান গাইতে পেরেছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাকী আখান্দের সুর করা শেষ গান রন্টির কণ্ঠে

আপডেট সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : প্রয়াত কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ জীবনের শেষ সময় অব্দি গানের সঙ্গেই যুক্ত ছিলেন। এমনকি হাসপাতালের বেডে শুয়েও গেয়েছিলেন গান। তার অমর সৃষ্টিগুলো এখনো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে। এই কিংবদন্তির সর্বশেষ সুর এবার গান হয়ে আসছে। যেখানে কণ্ঠ দিয়েছেন রন্টি দাস। গানটি লিখেছেন সেজান মাহমুদ। সংগীতায়োজন করেছেন আশিকুজ্জামান টুলু। ‘আমি একা হলেই বুঝি’ শীর্ষক গানটির বিষয়ে নিশ্চিত করেছেন গায়িকা রন্টি। তিনি বলেন, এটা মূলত সেজান মাহমুদ ভাইয়ের প্রজেক্ট। তার সঙ্গে পরিচয় হয়েছিল গত বছর। একটি সাক্ষাৎকারে তিনি আমার গান শুনেছিলেন। এরপর নিজ থেকে আমাকে এই গানটির কথা জানান। যেহেতু লাকী স্যারের শেষ সুর, তাই আমি দারুণ আগ্রহ নিয়ে গানটি করেছি। এ সপ্তাহের মধ্যেই স্টুডিও ভার্সন ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে। রন্টি বলেন, ২০০৬ সালে আমি যখন ক্লোজআপ ওয়ানে ছিলাম, তখন শুরুর দিকে আমাদের একটি পিয়ানো রাউন্ড ছিল। সেই রাউন্ডে আমি লাকী স্যারের সুরে সামিনা চৌধুরী ম্যামের ‘কবিতা পড়ার প্রহর’ গানটি গেয়েছিলাম। তখন লাকী স্যার নিজেই আমাকে গানটি তুলে দিয়েছিলেন। সেই স্মৃতি এখনো জ্বলজ্বল করে মনে। আমি আসলে ভাগ্যবান যে, এই সময়ে এসে তার শেষ সুর করা গান গাইতে পেরেছি।