ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

লাইসেন্স ছাড়া ওকালতিতে মামলা খেলো রোবট

  • আপডেট সময় : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ডুনটপে নামের এক রোবটের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ওকালতি করায় শিকাগোভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে। এতে বলা হয়েছে, ডুনটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুবই নি¤œমানের আইনি পরামর্শ দিচ্ছে। এমনকি আইনি পরামর্শক হিসেবে কাজ করার নিবন্ধনও তার নেই।
সান ফ্রান্সেসকো রাজ্যের আদালতে গত ৩ মার্চ এই মামলা দায়ের করেন আইনি প্রতিষ্ঠান এডেলস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগের বিষয়ে বলা হয়, ডুনটপে একটি রোবট। সে কোন আইনজীবী নন। এমনকি আইনি প্রতিষ্ঠানও নয়।
‘ডুনটপে-এর কোনো আইন বিষয়ক ডিগ্রি নেই। আইন বিষয়ক ডিগ্রি ছাড়া আইনি পরামর্শ প্রদানের যোগ্যতা কারো থাকার কথা নয়। এমনকি এই রোবটটি কোনো আইনজীবীর অধীনেও পরিচালিত হচ্ছে না।’- প্রতিষ্ঠানটি আদালতে এই যুক্তি উপস্থাপন করে। মূলত মামলার বিষয়ে আইনি প্রতিষ্ঠান এডেলসের দ্বারস্থ হোন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত জোনাথ ফারিডিয়ান। তিনি বলেন সান ফ্র্যান্সেসকো ভিত্তিক ‘ডুনটপে’ ব্যবহার করে তিনি একটি ডিমান্ড লেটার ও কোর্টে কিছু ছোট অভিযোগ দায়ের করার জন্য এলএলসি এগ্রিমেন্ট প্রস্তুত করেছিলেন। যা ছিল খুবই নিন্মমানের। এতে তার ক্ষতিও হয়েছিল। যদিও ডুনটপে এর সিইও জোসা ব্রাউডার এক টুইটবার্তায় বলেন, ডুনটপে এর বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন। মি. ব্রাউডার ২০১৫ সালে এই ‘ডুনটপে’ চালু করেন। তবে সম্প্রতি ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ব্যাপক আলোচনায় আসার পর ডুনটপে এর সিইও এক টুইট-বার্তায় জানায়, এখন থেকে ডুনটপে এআই ব্যবহার করে আইনি পরামর্শ প্রদান করবে। তবে নি¤œমানের আইনি পরামর্শ অব্যাহত থাকায় বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

লাইসেন্স ছাড়া ওকালতিতে মামলা খেলো রোবট

আপডেট সময় : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

প্রত্যাশা ডেস্ক : ডুনটপে নামের এক রোবটের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ওকালতি করায় শিকাগোভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে। এতে বলা হয়েছে, ডুনটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুবই নি¤œমানের আইনি পরামর্শ দিচ্ছে। এমনকি আইনি পরামর্শক হিসেবে কাজ করার নিবন্ধনও তার নেই।
সান ফ্রান্সেসকো রাজ্যের আদালতে গত ৩ মার্চ এই মামলা দায়ের করেন আইনি প্রতিষ্ঠান এডেলস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগের বিষয়ে বলা হয়, ডুনটপে একটি রোবট। সে কোন আইনজীবী নন। এমনকি আইনি প্রতিষ্ঠানও নয়।
‘ডুনটপে-এর কোনো আইন বিষয়ক ডিগ্রি নেই। আইন বিষয়ক ডিগ্রি ছাড়া আইনি পরামর্শ প্রদানের যোগ্যতা কারো থাকার কথা নয়। এমনকি এই রোবটটি কোনো আইনজীবীর অধীনেও পরিচালিত হচ্ছে না।’- প্রতিষ্ঠানটি আদালতে এই যুক্তি উপস্থাপন করে। মূলত মামলার বিষয়ে আইনি প্রতিষ্ঠান এডেলসের দ্বারস্থ হোন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত জোনাথ ফারিডিয়ান। তিনি বলেন সান ফ্র্যান্সেসকো ভিত্তিক ‘ডুনটপে’ ব্যবহার করে তিনি একটি ডিমান্ড লেটার ও কোর্টে কিছু ছোট অভিযোগ দায়ের করার জন্য এলএলসি এগ্রিমেন্ট প্রস্তুত করেছিলেন। যা ছিল খুবই নিন্মমানের। এতে তার ক্ষতিও হয়েছিল। যদিও ডুনটপে এর সিইও জোসা ব্রাউডার এক টুইটবার্তায় বলেন, ডুনটপে এর বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন। মি. ব্রাউডার ২০১৫ সালে এই ‘ডুনটপে’ চালু করেন। তবে সম্প্রতি ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ব্যাপক আলোচনায় আসার পর ডুনটপে এর সিইও এক টুইট-বার্তায় জানায়, এখন থেকে ডুনটপে এআই ব্যবহার করে আইনি পরামর্শ প্রদান করবে। তবে নি¤œমানের আইনি পরামর্শ অব্যাহত থাকায় বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে।