অর্থ-বাণিজ্য ডেস্ক : তথ্য-প্রযুক্তি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে ঐতিহ্যবাহী যশোর কলেজের লাইব্রেরির উন্নয়নে পৃষ্ঠপোষকতা করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই অঞ্চলের শীর্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানটির এক হাজারের বেশি শিক্ষার্থীর জ্ঞান চর্চার আরও সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিকাশের তরফ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে আধুনিক ডিজিটাল লাইব্রেরিটি উদ্বোধন করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন, বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কমিউনিকেশনস অফিসার মাহফুজ সাদিক এবং কলেজের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি চর্চার সুযোগ তৈরি করতে লাইব্রেরিটিতে চারটি কম্পিউটার, উন্নত প্রযুক্তির লেজার ফটোকপি প্রিন্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘেœ পড়ার পরিবেশ তৈরি করতে নান্দনিকভাবে লাইব্রেরিটিকে সাজানো হয়েছে।