ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

লাইফ সাপোর্টে গায়ক আকবর, কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী

  • আপডেট সময় : ১০:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। তার স্ত্রী কানিজ ফাতেমা গতকাল বুধবার বেলা ১১টায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (৯ নভেম্বর) সকাল বেলায় অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে তাকে (আকবরকে) লাইফ সাপোর্টে নেওয়া হয়। ডাক্তারা বলেছেন, এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে রোগী। এই কথা বলার পর কোনো কথা বলতে পারছিলেন না আকবরের স্ত্রী। তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আকবর ডায়াবেটিসে ভুগছেন কয়েক বছর ধরে। দুই বছর ধরে তার শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানান শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের ভর্তি করা হয় আকবরকে। কয়েকদিন ধরেই চলছে তার চিকিৎসা। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশা বদলাচ্ছেন শিক্ষকরা

লাইফ সাপোর্টে গায়ক আকবর, কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী

আপডেট সময় : ১০:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। তার স্ত্রী কানিজ ফাতেমা গতকাল বুধবার বেলা ১১টায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (৯ নভেম্বর) সকাল বেলায় অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে তাকে (আকবরকে) লাইফ সাপোর্টে নেওয়া হয়। ডাক্তারা বলেছেন, এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে রোগী। এই কথা বলার পর কোনো কথা বলতে পারছিলেন না আকবরের স্ত্রী। তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আকবর ডায়াবেটিসে ভুগছেন কয়েক বছর ধরে। দুই বছর ধরে তার শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানান শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের ভর্তি করা হয় আকবরকে। কয়েকদিন ধরেই চলছে তার চিকিৎসা। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর।