প্রত্যাশা ডেস্ক: ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অন্যতম বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাটিতেই বসবাস করেন হলিউড তারকারাসহ কোটি কোটি ডলারের বাড়ি মালিকেরা। ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনার কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে জানানো হয়, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনোও তথ্য দেওয়া হয়নি।
পাঁচটি আলাদা দাবানলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে পারেন রিয়েল এস্টেট ও বীমা প্রতিষ্ঠানগুলো। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বীমা খরচ ছিল এই প্যালিসেডসে। কিন্তু এবারের বিপর্যয়ের পর এই ‘সস্তা’ বীমা খরচে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের চারপাশে ছড়িয়ে পড়া দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে। আগুনে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। অথচ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্তও দাবানলের শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দাবানলে এখন পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ও ক্ষতির প্রাথমিক পরিমাণ এক হাজার কোটি ডলার থেকে ছয় হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে অনুমান করা হয়েছে।
শহরের পশ্চিমদিকে সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইড এবং শহরের পূর্বদিকে প্যাসাডেনার দাবানলকে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বলে তালিকাভুক্ত করেছে কর্তৃপক্ষ। এই এলাকায় ইতোমধ্যে প্রায় ৫৩ বর্গমাইল পরিমাণ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর কিছু আগে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, দাবানলের শিকার এলাকাগুলো দেখলে মনে হয়, সেখানে কেউ পারমাণবিক বোমা মেরেছে। আমি কোনও ভালো খবর প্রত্যাশা করছি না। আমাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ক্ষয়ক্ষতি সম্পূর্ণ প্রশমনে আগামী ১৮০ দিন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে কথা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধ্বংসাবশেষ ও বিষাক্ত বস্তু অপসারণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ, উদ্ধারকর্মীদের ভাতা ইত্যাদিতে প্রয়োজনীয় যাবতীয় খরচ সরকার পক্ষ থেকে বহন করা হবে।
এদিকে বীমা খরচ নিয়ে করা রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, বাড়ির মূল্যের তুলনায় প্যাসিফিক প্যালিসেডসে বীমার খরচ যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশ ডাকঘর এলাকার তুলনায় কম। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় গড় বার্ষিক প্রিমিয়াম ছিল ২২০০ ডলার যা অন্য ৩০টি রাজ্যের তুলনায় কম। বীমা চুক্তিতে বীমাকারী প্রতিষ্ঠান গ্রহীতাকে ক্ষতিপূরণ বা দাবী পরিশোধের প্রতিশ্রুতির প্রতিদানে যে অর্থ দেয় তাকে বলা হয় বীমা প্রিমিয়াম।
মূলত ক্যালিফোর্নিয়ার উচ্চ সম্পত্তি মূল্য বীমাকে তুলনামূলক সস্তা করে তুলেছে। প্যাসিফিক প্যালিসেডসের বাড়ির মালিকেরা গত বছর গড়ে ৫৪৫০ ডলার প্রিমিয়াম দিয়েছেন। তুলনামূলক এই সস্তা বীমার পেছনে রয়েছে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত বীমা নীতি। কঠোর নিয়মের ফলে ক্যালিফোর্নিয়ায় বীমা সস্তা হলেও অনেক বীমা কোম্পানি তাদের কভারেজ কমিয়ে দিয়েছে।
এদিকে, দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলসের ২৭ হাজার একর জায়গা। বিশাল এই এলাকার একটি জিনিসও আগুন থেকে রক্ষা পায়নি। আর বুধবার হলিউড হিলসে শুরু হওয়া দাবানলের ভুক্তভোগী হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও।
জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির বাড়ি আগুনে পুড়ে গেছে। তাদের মধ্যে অনেকেই এখন ঘরহারা। অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনও দাবানলের জেরে গৃহহারা হয়েছেন।
পাঁচটির মধ্যে প্যালিসেইডসে কেবল ছয় শতাংশ ও ইটনে শূন্য শতাংশ আগুন নিয়ন্ত্রণে নেওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইটনের আগুনে চার থেকে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্যালিসেইডসে এই সংখ্যাটি পাঁচ হাজার ৩০০।
বেসরকারি আবহাওয়া সংস্থা একিউওয়েদারের হিসাব অনুসারে, দাবানলে ১৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১৫ হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন ছড়িয়ে পড়ার প্রথমদিকে বাতাসের তীব্র গতিবেগের কারণে ঠিকমতো কাজ করতে পারছিল না বিমানবাহিনী। তবে বৃহস্পতিবার গতিবেগ কিছুটা কমে আসায় উদ্ধারকর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম আকাশপথে পাঠানো কিছুটা সম্ভবপর হয়।
তবে এরকিছু পরেই বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই অবস্থা শুক্রবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত বহাল থাকতে পারে।
এদিকে, হলিউড হিলসের সানসেট ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা। দাবানলে ঘরবাড়ি পুড়ে যাওয়া মানুষদের দলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন তারকাও আছেন। তাদেরই একজন অভিনেতা জেমি লি কার্টিস। পুনরুদ্ধার কার্যক্রমে তার পরিবারের পক্ষ থেকে ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।
পিছিয়েছে অনুষ্ঠান সূচি: আগুনের এই ঘটনায় বাড়ানো হয়েছে অস্কারের ভোটদানের সময়ও। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।
নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা।
পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। আগামী রোববার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।
দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্লসহ বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে।
দাবানলের কারণে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিং বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সিনেমা, সিরিজের মধ্যে আছে ‘হ্যাকস’, ‘টেড’, ‘সুইটস: এলএ’, ‘হ্যাপি প্লেস’, ‘ফলআউট ২’, ‘আফটার মিডনাইট’ ইত্যাদি।
এ ছাড়া গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা ‘এমিলিয়া পেরেজ’র পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে। সূত্র: রয়টার্স