প্রত্যাশা ডেস্ক: চারশ কেজি বিস্ফোরক নিয়ে ৩৪টি ‘মানব বোমা’ ৩৪টি গাড়িতে রাখা হয়েছে, এক ফোন কলে এমন আত্মঘাতী হামলার হুমকি পেয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেশ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে মুম্বাই পুলিশ। হুমকিদাতা ফোনে পুলিশকে বলেছেন, এসব বোমার বিস্ফোরণে ‘পুরো শহর কেঁপে উঠবে’।
ট্রাফিক পুলিশের হেল্পলাইনে এই হুমকি এসেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। অনন্ত চতুর্দশীর প্রাক্কালে ‘লস্কর-ই-জিহাদ’ নামে একটি সংগঠন এ হামলার হুমকি দিয়েছে জানিয়ে মুম্বাই পুলিশ শহরজুড়ে নিরাপত্তা বাড়ানোর কথা নিশ্চিত করেছে।
কোটিখানেক লোককে হত্যায় ‘মানব বোমা’ বহন করা ৩৪টি গাড়ি ৪০০ কেজি আরডিএক্সের বিস্ফোরণ ঘটাবে বলে হুমকিবার্তায় দাবি করা হয়েছে, জানিয়েছে পুলিশ।
এর আগে মহারাষ্ট্রের থানে জেলায় একটি রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার ভুয়া হুমকি দেওয়ায় গত সোমবার ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। রুপেশ মাধুতক রানপিসে নামের ওই ব্যক্তি রোববার বিকালে আনুমানিক ৪টার দিকে পুলিশ হেল্পলাইনে ফোন করে কালোয়া রেলওয়ে স্টেশনে বোমা পেতে রাখার কথা জানিয়েছিলেন বলে রেলওয়ে পুলিশের (জিআরপি) বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে।
আগস্টে দক্ষিণ মুম্বাইয়ের গিরগাঁও এলাকায় ইসকনের একটি মন্দিরও ইমেইলে বোমা হামলার হুমকি পেয়েছিল। কিন্তু পুরো মন্দির তল্লাশি শেষে ওই হুমকি ভুয়া প্রমাণিত হয়। এক কর্মকর্তা জানান, ২২ আগস্ট সন্ধ্যায় একটি দাপ্তরিক ইমেইল আইডিতে আসা ওই ইমেইলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।
মন্দির কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডকে (বিডিডিএস) নিয়ে রাতভর পুরো প্রাঙ্গণে তল্লাশি চালায়। তল্লাশিতে সন্দেহজনক কিছু না পেয়ে শেষ পর্যন্ত ওই হুমকি ‘ভুয়া হুমকির’ তালিকায় ফেলে পুলিশ। এ মাসেও মন্দিরটি ইমেইলে একই রকম একটি হুমকি পেয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের (সিএসএমআইএ) টার্মিনাল ২-এ একটি বোমা বিস্ফোরিত হবে বলে গত ২৫ জুলাই এক ফোনে জানতে পারে মুম্বাই পুলিশ। কিন্তু পুরো টার্মিনালে ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
সানা/আপ্র/০৫/০৯/২০২৫