ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

‘লরেন্স বিষ্ণোইকে শেষ করবো,’ সালমানকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১১:১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সালমান খানের বাড়ির বাইরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে রবিবার (১৪ এপ্রিল)। এই ঘটনার পর মঙ্গলবারই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা। অপরাধীদের গ্রেপ্তারের পরেই মঙ্গলবার বিকেলে সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শি-ে। সালমানের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পুরো ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি সালমান সহ তার পুরো পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেয়া হবে। মুম্বাই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শি-ে।
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কাউকে রেহাই দেয়া হবে না। আমরা ঘটনার গভীরে যাব। কাউকে এভাবে টার্গেট করা উচিত নয়। কোনো গ্যাং ওয়ার হতে দেয়া যাবে না, আমরা হতে দেব না। আমরা লরেন্স বিষ্ণোইকে শেষ করবো।’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমানের। তার পর থেকেই তিনি চলে আসেন বিষ্ণোই সম্প্রদায়ের নজরে। এর আগেও তারা সালমান খানকে প্রাণে মারার চেষ্টা করেন। সর্বশেষ ১৪ এপ্রিল হামলার পরে মুম্বাই পুলিশের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে, অভিযুক্ত দুজনের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। দুই যুবকই বিহারের চম্পারণের। দুজনই শুটার হিসেবে কুখ্যাত। তাদের বিরুদ্ধে হার ছিনতাই, চুরির মতো একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘লরেন্স বিষ্ণোইকে শেষ করবো,’ সালমানকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: সালমান খানের বাড়ির বাইরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে রবিবার (১৪ এপ্রিল)। এই ঘটনার পর মঙ্গলবারই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা। অপরাধীদের গ্রেপ্তারের পরেই মঙ্গলবার বিকেলে সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শি-ে। সালমানের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পুরো ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি সালমান সহ তার পুরো পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেয়া হবে। মুম্বাই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শি-ে।
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কাউকে রেহাই দেয়া হবে না। আমরা ঘটনার গভীরে যাব। কাউকে এভাবে টার্গেট করা উচিত নয়। কোনো গ্যাং ওয়ার হতে দেয়া যাবে না, আমরা হতে দেব না। আমরা লরেন্স বিষ্ণোইকে শেষ করবো।’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমানের। তার পর থেকেই তিনি চলে আসেন বিষ্ণোই সম্প্রদায়ের নজরে। এর আগেও তারা সালমান খানকে প্রাণে মারার চেষ্টা করেন। সর্বশেষ ১৪ এপ্রিল হামলার পরে মুম্বাই পুলিশের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে, অভিযুক্ত দুজনের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। দুই যুবকই বিহারের চম্পারণের। দুজনই শুটার হিসেবে কুখ্যাত। তাদের বিরুদ্ধে হার ছিনতাই, চুরির মতো একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।